সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, জাতীয় স্টিয়ারিং কমিটির পরামর্শ অনুযায়ী কাজ করলে ভিক্ষুকদের পূনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব হবে।
গত ২ জানুয়ারি ২০২২ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মাহফুজা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম সহ বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও মাঠ প্রশাসনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
