শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)সংবাদাদতা: শিবগঞ্জে অটো-ট্রলির মুখোমুখি সংঘর্ষে অটো চালক কামাল উদ্দিন(৩৫) নিহত হয়েছে।নিহত কামাল উ্িদ্দন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের একবরপুর আইড়ামারী গ্রামের মাওলানা সাজ্জাদ আলির ছেলে। আহত হয়েছে আরো দুইজন। তারা হলো একই গ্রামের লুৎফল হকের ছেলে মুখলেশুর রহমান(৬৫) পাকাটোলা ্রগামের মৃত ইউনুস আলির ছেলে মোহা: হোসেন আলি(৭৫)। ঘটনাটি ঘটেছে উপজেলার মোবারকপুর ইউনিয়নের উপরটোলা গ্রামে কলেজ শিক্ষক রবিউল ইসলাম জুয়েলের বাড়ির সামনে। প্রত্যক্ষদর্শীরা জানান বুধবার বেলা তিনটার দিকে দাইপুখুরিয়া ইউনিয়নের গোলাপবাজার হতে কানসাট গামী অটোর সাথে কয়লার দিয়াড় গ্রামের ইটের ভাটা হতে ইটের খুয়া বহনকারী ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে আটো চালক কামাল উদ্দিন ঘটনাস্থলেই নিহত হয়। আহত দুই জন যাত্রীকে প্রথমে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোহয়েছে। এ ব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো: সাজ্জাদ হোসেন বলেন সংবাদ পাওযা মাত্রই ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। আহত দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।