শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • ডিসেম্বরেই ফাইভ-জির যুগে বাংলাদেশ

    নিজস্ব প্রতিবেদক

    ৪ নভেম্বর, ২০২১ ০৬:৪৮ পূর্বাহ্ন

    ডিসেম্বরেই ফাইভ-জির যুগে বাংলাদেশ

    দেশে পরীক্ষামূলকভাবে পঞ্চম প্রজন্মের ওয়্যারলেস সিস্টেম (ফাইভ-জি) নেটওয়ার্ক চালু করার জন্য প্রকল্প হাতে নেয়া হয়েছে। এর মধ্য দিয়ে চলতি বছরই ফাইভ-জির যুগে প্রবেশ করবে বাংলাদেশ। 
    জানা গেছে, রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর কোম্পানি- টেলিটক এই ফাইভ-জি নেটওয়ার্ক নিয়ে কাজ করছে। এরইমধ্যে রাজধানীর বেশকিছু এলয়াকায় প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করছে তারা। টেলিটকের অনুকূলে ৩ দশমিক ৫ গিগাহার্জ ব্যান্ডে (৩৩৪০-৩৪০০ মেগাহার্জ) ৬০ মেগাহার্জ তরঙ্গ শর্ত সাপেক্ষে বরাদ্দ দেওয়া হয়েছে। টেলিটক নিজেদের উদ্যোগে রাজধানীর গুরুত্বপূর্ণ ৫টি এলাকায় (সাইট) প্রাথমিকভাবে ফাইভ-জি সেবা চালু করবে। পরবর্তীকালে একটি ছোট প্রকল্পের আওতায় ঢাকাকেন্দ্রিক ২০০টি সাইটে এই সেবা চালু করা হবে। এটি শেষ হলে সারা দেশের জন্য বড় প্রকল্প নেয়া হবে।

    বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) হিসাব মতে, দেশে ইন্টারনেট ব্যবহার দ্রুত বাড়ছে। জুলাই শেষে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৭ লাখে। এর মধ্যে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী ১১ কোটি ৩৬ লাখ। আর ব্রডব্যান্ডের গ্রাহকসংখ্যা ১ কোটি ৫ লাখের কিছু বেশি। সে হিসেবে দেশে ফাইভ-জি নেটওয়ার্ক চালু করা হলে গতি আসবে ইন্টারনেটভিত্তিক সকল প্রতিষ্ঠানে।

    কবে নাগাদ দেশে ফাইভ-জি নেটওয়ার্ক চালু করা হতে পারে জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, আগামী ১২ বা ১৬ ডিসেম্বর পরীক্ষামূলকভাবে দেশে ফাইভ-জি চালু করবে রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক। ডিসেম্বর মাসের ১২ তারিখ হলো ডিজিটাল বাংলাদেশ দিবস, ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস। বিশেষ এবং বড় কোনো দিবসেই ফাইভ-জি চালু করা হতে পারে। যদিও তারিখ এখনও নির্ধারিত হয়নি।

    মন্ত্রী বলেন, আমরা ফাইভ-জির সফল পরীক্ষার বিষয়ে আত্মবিশ্বাসী হয়েছি। অন্য দেশ যেখানে রোল-আউটের চিন্তা করছে না, সেখানে আমরা ফাইভজি রোল-আউট করে যাচ্ছি। ফাইভজির ব্যবহার করার জন্য যে ধরনের পরিবেশ তৈরির দরকার রয়েছে, সেজন্য সময় দিতে হবে। কোনো অবস্থাতেই ফাইভজিতে পিছিয়ে থাকার কথা চিন্তা করছি না।

    টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, ফাইভ-জির জন্য তরঙ্গ নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু এর সঙ্গে আরো প্রয়োজন অবকাঠামো, ডিভাইস ও নিরবছিন্ন বিদ্যুৎ সরবরাহ। তা নাহলে এই ইকোসিস্টেম কাজ করবে না।

    বিটিআরসি চেয়ারম্যান বলেন, বর্তমানে ব্যান্ডইউথ পলিসি তৈরির কাজ চলছে। ডিসেম্বরের প্রথম ড্রাফট হবে। আগামী মার্চে পলিসটি চূড়ান্ত করা হবে। তবে তার আগে সব স্টেক হোল্ডারদের সঙ্গে বসবো। ফাইভ-জি ব্যবস্থাপনার জন্য টেলিটকের মাধ্যমে ২০২১ সালে প্রথমে ঢাকা সিটিতে ফাইভ-জি চালু হবে। এরপরে অন্যান্য অপারেটরদের নিয়ে ২০২২ সালে সারাদেশে ফাইভ-জি চালু হবে।

    বিটিআরসির পক্ষ থেকে জানানো হয়েছে, ফাইভ-জি চালুর সব পক্রিয়া এগিয়ে চলছে। চলতি বছরেই ঢাকা ও ঢাকার আশেপাশে টেলিটক এই সেবা চালু করবে। আর টিআরএবির পক্ষ থেকে প্রস্তাবনা দেওয়া হয়, ফাইভ-জির জন্য আলাদা ব্রান্ডের তরঙ্গ বরাদ্দ দেওয়ার।

    গত ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক গোলটেবিল আলোচনায় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেন, বর্তমানে দেশে ফোর জি সেবা চালু আছে। ফাইভ জি চালু ইন্টারনেটের গতি কয়েক গুণ বেড়ে যাবে, ফলে কাজের সুবিধাও যাবে বেড়ে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

    তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

    ৪ নভেম্বর, ২০২১ ০৬:৪৮ পূর্বাহ্ন

    অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

    অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

    ৪ নভেম্বর, ২০২১ ০৬:৪৮ পূর্বাহ্ন

    যে কারণে সচিবালয় ও যমুনায় সভা-সমাবেশ নিষিদ্ধ

    যে কারণে সচিবালয় ও যমুনায় সভা-সমাবেশ নিষিদ্ধ

    ৪ নভেম্বর, ২০২১ ০৬:৪৮ পূর্বাহ্ন