কোভিড মহামারী ও বন্যার কারণে কয়েক দফা পিছিয়ে স্বাভাবিক সময়ের সাত মাস পর আজ শুরু হচ্ছে এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবারের পরীক্ষায় ৯ টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন শিক্ষার্থীর অংশ নেওয়ার কথা রয়েছে। শান্তিপূর্ণভাবে এ পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করেছে শিক্ষামন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলো। বিশেষ করে প্রশ্নফাঁস রোধ ও নকলমুক্ত পরীক্ষার জন্য কঠোর অবস্থানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এছাড়া ডেঙ্গুর উদ্বেগজনক পরিস্থিতিতে শিক্ষার্থীদের ঝুঁকি কমাতে বিশেষ ব্যবস্থা নিয়েছে শিক্ষা বোর্ডগুলো। আর পরীক্ষা চলাকালে লোডশেডিং যেন না হয়, সেজন্য বিদ্যুৎ বিভাগে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সূত্রমতে, এবার চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা হবে ২ ঘণ্টার। এর মধ্যে বহুনির্বাচনী প্রশ্নের জন্য ২০ মিনিট এবং সৃজনশীল বা রচনামূলকের জন্য ১ ঘণ্টা ৪০ মিনিট। প্রথমে বহুনির্বাচনী এবং পরে রচনামূলক (তত্ত¡ীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে, মাঝে কোনো বিরতি থাকবে না। পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে। গত ১২ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এইচএসসি পরীক্ষার সূচি প্রকাশ করা হয়। আজ পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ১৩ ডিসেম্বর। এছাড়া ব্যবহারিক পরীক্ষা ১৫ ডিসেম্বর শুরু হয়ে শেষ হবে ২২ ডিসেম্বর।
ডেঙ্গু আক্রান্তদের পরীক্ষা আলাদা ব্যবস্থায়: ডেঙ্গু প্রতিরোধ ও ডেঙ্গু আক্রান্ত পরীক্ষার্থীদের জন্য আলাদা ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার।
তিনি বলেন, কেন্দ্র সচিবদের ডেঙ্গু ও কোভিডের বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। কেন্দ্র ও কেন্দ্রের আশেপাশে মশার ওষুধ ছিটাতে বলা হয়েছে। আর ডেঙ্গু রোগী যদি থাকে, তাকে আলাদা করে পরীক্ষা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে দিনাজপুর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক তোফাজ্জুর রহমান জানিয়েছেন, এখনও কোন পরীক্ষার্থীদের ডেঙ্গু আক্রান্ত হওয়ার তথ্য পায়নি বোর্ড। কেউ যদি অসুস্থ থাকে, কেন্দ্র সচিবের কাছে সেই শিক্ষার্থী বা তার অভিভাবককে আবেদন করতে হবে। আবেদন করলে ওই পরীক্ষার্থীর জন্য আলাদা রুমে পরীক্ষার ব্যবস্থা করা হবে। এমনকি তার বিছানা-মশারি লাগলে, সেটিও সে নিয়ে আসতে পারবে। এগুলোর ব্যবস্থা আছে আমাদের।
লোডশেডিং বন্ধে চিঠি: এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যুতের শোডশেডিং বন্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার জানিয়েছেন, পরীক্ষা চলাকালীন লোডশেডিং যেন না হয়, সেজন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে বিদ্যুৎ বিভাগকে চিঠি দেওয়া হয়েছে। তিনি বলেন, জেনারেটর কেনার মতো সামর্থ্য অনেক কেন্দ্রের নাই। এখন আমি হঠাৎ করে বললেও হবে না। তাই আমরা বিদ্যুৎ বিভাগকেই বলেছি, পরীক্ষার সময়টায় লোডশেডিং যেন না হয়।
প্রশ্নফাঁস ঠেকাতে নানা উদ্যোগ: প্রশ্নফাঁস ঠেকাতে পরিবর্তন আনা হচ্ছে প্রশ্নপত্র বাছাই ও বিতরণ প্রক্রিয়ায়। এর অংশ হিসেবে নজরদারি বাড়ানো হবে কেন্দ্র সচিবদের ওপর। এছাড়া পরীক্ষায় দায়িত্বে থাকা ব্যক্তিদের দায়িত্ব পালনকালে সশরীরে উপস্থিত থেকে প্রশ্নপত্র বাছাই, সংগ্রহ ও বিতরণ কার্যক্রম সম্পন্ন করতে হবে। কেউ তার মনোনীত ব্যক্তি বা প্রতিনিধি দিয়ে দায়িত্ব পালন করতে পারবেন না। আবার কেন্দ্র সচিব তার প্রতিনিধি পাঠালে তাকে প্রশ্নপত্র দেওয়া হবে না।
পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তারা যাতে প্রশ্নফাঁস করতে না পারেন, সে কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে জানা গেছে।
এর আগে গতবৃহস্পতিবার এক সংক্ষিপ্ত বার্তায় আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড-ঢাকার চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার বলেন, আসন্ন এইচএসসি পরীক্ষা-২০২২ সুষ্ঠু ও সুচারুরূপে সম্পন্নের লক্ষ্যে প্রশ্নপত্র ফাঁসের গুজবসহ কোন প্রকার অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য শিক্ষার্থী-অভিভাবকদের অনুরোধ করা হলো।
পরীক্ষার্থীর সংখ্যা: এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ৪ হাজার ৬৪৭টি প্রতিষ্ঠানের ১ হাজার ৫২৮টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ৯ লাখ ৮৫ হাজার ৭১৩ জন।
তাদের মধ্যে বিজ্ঞান বিভাগে ২ লাখ ৪০ হাজার ৫০৬ জন, মানবিক বিভাগে ৫ লাখ ৫৭ হাজার ৬৭১ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১ লাখ ৮৭ হাজার ৫৩৬ জন পরীক্ষার্থী রয়েছেন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২ হাজার ৬৭৮টি প্রতিষ্ঠানে ৪৪৮টি কেন্দ্রে ৯৪ হাজার ৭৬৩ জন শিক্ষার্থী আলিম পরীক্ষা দিবে। কারিগরি শিক্ষা বোর্ডের ১ হাজার ৮৫৬টি প্রতিষ্ঠানে ৬৭৩টি কেন্দ্রে পরীক্ষা দিবে ১ লাখ ২২ হাজার ৯৩১ শিক্ষার্থী। দেশের বাইরের আটটি দেশের আটটি কেন্দ্রে ২২২ জন পরীক্ষার্থী রয়েছে।
এ বছর পরীক্ষা দিবে মোট ৬ লাখ ২২ হাজার ৭৯৬ ছাত্র ও ৫ লাখ ৮০ হাজার ৬১১ ছাত্রী। এবার পরীক্ষার্থী কমেছে ১ লাখ ৯৬ হাজার ২৮৩ জন। গত বছর পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন। এবারের এইচএসসি পরীক্ষা বেলা ১১টায় শুরু হবে। আর দুপুরের পরীক্ষা হবে বেলা ২টা থেকে। পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করে পারবে না।
শারিরীক প্রতিবন্ধকতা আছে এমন শিক্ষার্থীরা শ্রæতি লেখক সঙ্গে নিয়ে পরীক্ষায় বসতে পারবেন, তাদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় থাকবে।
পরীক্ষার জন্য ৩ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে কোচিং সেন্টার বন্ধ রাখতে হবে।