বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর। গতকাল বুধবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিদায়ি কমিটি তাঁর কাছে দায়িত্ব হস্তান্তর করে।
এসময় দেশের ইতিহাসে প্রথমবারের মতো বেসরকারি খাতে গোল্ড রিফাইনারি স্থাপনকারী ‘বসুন্ধরা গোল্ড রিফাইনারি লিমিটেড’ ও ‘আরিশা জুয়েলার্স লিমিটেড’-এর এমডি সায়েম সোবহান আনভীর বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে উৎপাদিত সোনার গয়না অচিরেই বিশ্ববাজারে রপ্তানি করার আশা ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘এখন আমরা শুধু সোনা আমদানি করি। কিন্তু খুব শিগগির রপ্তানিও করব। আমাদের প্রধান লক্ষ্য থাকবে জুয়েলারি খাতে রপ্তানি কী করে শুরু করা যায়, তা নিয়ে কাজ করা। এ জন্য আমরা সবাইকে নিয়েই কাজ করব। আশা করি, সবাই মিলে এ খাতের অন্যান্য সমস্যা দূর করে দ্রুত উন্নয়ন করতে পারব।’ বক্তব্যে সায়েম সোবহান তাঁর নেতৃত্বাধীন ৩৫ জনের পুরো প্যানেলকে চূড়ান্তভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করায় সারা দেশের জুয়েলারি ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাজুস আয়োজিত নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন বিদায়ি সভাপতি মো. এনামুল হক খান দোলনসহ আরো অনেকে। অনুষ্ঠান শেষে নতুন কার্যনির্বাহী কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়।