শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • রিহাব মেলা শুরু ২৩ ডিসেম্বর

    নিজস্ব প্রতিবেদক

    ২০ ডিসেম্বর, ২০২১ ০৮:৩১ পূর্বাহ্ন

    রিহাব মেলা শুরু ২৩ ডিসেম্বর
    রিহাব মেলা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন

    পাঁচ দিনব্যাপী ২২তম রিহ্যাব মেলা শুরু হচ্ছে ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত এই মেলা চলবে ২৭ ডিসেম্বর। এক ছাদের নিচে সব সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে এই মেলা আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

    রিহ্যাব মেলা- ২০২১উপলক্ষ্যে রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য তুলে ধরেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (অর্থ) প্রকৌশলী মোহাম্মদ সোহেল রানা। এবারের মেলায় ১৫ থেকে ২০ ভাগ কম দামে ক্রেতারা ফ্ল্যাট কেনার বা বুকিং দেওয়ার সুযোগ পাবেন বলে মনে করছে রিহ্যাব।

    সংবাদ সম্মেলনে বলা হয়, রিহ্যাব সরকারের রাজস্ব আয়, কর্মসংস্থান, রড, সিমেন্ট, টাইলসসহ ২৬৯ প্রকার লিংকেজ শিল্প প্রসারের মাধ্যমে সমগ্র নির্মাণ খাত জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সমগ্র নির্মাণ খাতের অবদান প্রায় ১৫%। বাংলাদেশের আবাসন শিল্প শুধু আবাসনই সরবরাহ করছে না, একই সাথে ৪০ লাখ শ্রমিকের উপর নির্ভরশীল ২ কোটি লোকের অন্নের যোগান দিয়েছে। পোশাক শিল্পের পর আমাদের এই আবাসন শিল্পকে কেন্দ্র করে সবচেয়ে বেশি নাগরিক তাদের জীবিকা নির্বাহ করছে। আমাদের আবাসন খাতের উদ্যোক্তরা অনেক নতুন নতুন সেক্টরে বিনিয়োগ করেছেন বিভিন্ন সময় এবং এখনও করে যাচ্ছেন। ফলে আবাসন খাত অনেক নতুন নতুন উদ্যোক্তাদের সৃষ্টি করছে।

    এ সময় আরো উপস্থিত ছিলেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (প্রথম) ও মেলা আয়োজক কমিটির কো-চেয়ারম্যান কামাল মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট (৩) লায়ন শরিফ আলী খান।

    সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশন হবে। তবে প্রথম দিন ক্রেতা-দর্শনার্থীরা দুপুর ২টা থেকে মেলার প্রবেশ করতে পারবেন। অন্যদিনগুলোতে সকাল ১০ থেকে রাত ৯ টা পর্যন্ত ক্রেতা দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন।

    বিগত সময়ের ধারাবাহিকতায় এ বছরের মেলাতেও দুই ধরনের টিকিট থাকবে। একটি সিঙ্গেল এন্ট্রি। অপরটি মাল্টিপল এন্ট্রি। সিঙ্গেল টিকিটের প্রবেশ মূল্য ৫০ টাকা। আর মাল্টিপল এন্ট্রি টিকিটের প্রবেশ মূল্য ১০০ টাকা। মাল্টিপল এন্ট্রি টিকিট নিয়ে দিয়ে দর্শনার্থী মেলার সময় পাঁচ বার প্রবেশ করতে পারবেন। এন্ট্রি টিকিটের প্রাপ্ত সম্পূর্ণ অর্থ দুস্থদের সাহায্যে ব্যয় করা হবে।

    মেলায় ২২০টি স্টল থাকবে জানিয়ে সংবাদ সম্মেলনে রিহ্যাব নেতারা বলেন, এই ফেয়ারে আমরা দুইটা ডায়মন্ড প্যাভিলিয়ন, ৬টি গোল্ড স্পন্সর, ২২টি কো-স্পন্সর, ১৫টি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও ১৩ অর্থলগ্নীকারী প্রতিষ্ঠানকে অংশগ্রহণ করার সুযোগ করে দিতে পেরেছি। নেতারা আরো বলেন, ক্রেতা-বিক্রেতাদের সুবিধার কথা মাথায় রেখে ২১ বছর ধরে সফলভাবে রিহ্যাব ফেয়ারের আয়োজন করা হচ্ছে। বিগত আয়োজনের ধারাবাহিকতায় এবারের ফেয়ারও আমাদের সঙ্গে ক্রেতাদের সেতুবন্ধন তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে অনেকগুলো প্রতিষ্ঠান যাচাই-বাছাই করার সুযোগ রিহ্যাব ফেয়ার ছাড়া সম্ভব নয়। নানাবিধ ব্যস্ততায় আমাদের সবার হাতেই এখন সময় কম। তাই কম সময়ে এক ছাদের নিচে সব সেবা পাবেন ক্রেতারা। শুধু ফ্লাট-প্লট ই নয়, এক সাথে গৃহঋণ এবং বাড়ি তৈরির নানা উপকরণও যাচাই করতে পারবেন ক্রেতারা।

    রিহ্যাব ফেয়ার সাধ ও সাধ্যের মধ্যে মনের মত ফ্ল্যাট বা প্লট খুঁজে নিতে ক্রেতাদের সাহায্য করবে। এই বছর ক্রেতারা যে দামে ফ্ল্যাট পাবেন নানাবিধ কারণে আগামীতে তা পাবে না বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

     




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    ২০ ডিসেম্বর, ২০২১ ০৮:৩১ পূর্বাহ্ন

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    ২০ ডিসেম্বর, ২০২১ ০৮:৩১ পূর্বাহ্ন

    চালু হলো রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’

    চালু হলো রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’

    ২০ ডিসেম্বর, ২০২১ ০৮:৩১ পূর্বাহ্ন