বিশ্ব শিশু দিবস উপলক্ষে ওব্যাট প্রি স্কুল ও ওব্যাট থিংক ট্যাংক কর্ণফুলী কতৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে ওব্যাট প্রাক প্রাথমিক বিদ্যালয় ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা কেন্দ্র উচ্ছ্বাস এর শিক্ষার্থীরা।
শিশু কিশোররা ছড়া, নাচ, গান, যেমন খুশি তেমন সাজো কার্যক্রমে অংশগ্রহণ করে। এছাড়াও অটিজোম আক্রান্ত শিশুরা এই প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে তাদের সক্রিয়তা প্রকাশ করে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব নোমান উল্লাহ বাহার, সভাপতি এসডিজি ইয়ুথ ফোরাম। মো: মকবুল হোসেন, সিনিয়র শিক্ষক, ওয়ার্লেস ঝাউতলা কলোনি উচ্চ বিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব লুৎফর রহমান আলম, সভাপতি, বিকেএ, চট্টগ্রাম। কে এম ফুরকান, প্রধান নির্বাহী, সিটিজি২৪। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ওব্যাট হেল্পার্স এর প্রোগ্রাম ম্যানেজার জনাব সোহেল আক্তার খান। উৎসব মুখর অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী খেলাধুলা অংশ নেয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা কেন্দ্র উচ্ছ্বাস ও ওব্যাট প্রি স্কুলের শিক্ষার্থীবৃন্দ।
উক্ত অনুষ্ঠানটি সার্বিক তত্বাবধায়নে ছিলেন ওব্যাট হেল্পার্স চট্রগ্রাম এর প্রজেক্ট অফিসার মুহান্মদ মোজাম্মেল হোসাইন। এছাড়াও উপস্থিত ছিলেন ওব্যাট জুনিয়র হাই স্কুল সেগুনবাগান ও ওব্যাট থিংক ট্যাংক এর সদস্যবৃন্দ। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মূল্যায়নের ভিত্তিতে পুরষ্কার বিতরণ করা হয়। এছাড়া ও সকল শিক্ষার্থীদের মাঝে অংশগ্রহন মূলক পুরষ্কার বিতরণ করা হয়।