বগুড়ায় অবৈধ মজুতদারদের বিরুদ্ধে অভিযান ও বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রেখে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়। জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিনের নির্দেশনায় বিভিন্ন এলাকায় অভিযানকালে অনিয়মের অভিযোগে বহু প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে বলে জানা গেছে।
সূত্রমতে, গত ১৭ জানুয়ারি বগুড়ার ১২ টি এলাকায় মজুতবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় দুপচাঁটিয়ায় একটি রাইস মিলে প্লাস্টিকের বস্তা ব্যবহারের অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। ২০ জানুয়ারি ১১ টি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন অভিযোগে ৫টি প্রতিষ্ঠানকে দুই লাখ ৫২ হাজার টাকা জরিমানা করা হয়। ২২ জানুয়ারি ১২ টি এলাকায় অভিযান চালানো হয়। এসময় তিনটি প্রতিষ্ঠানকে মোট ৪১ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া গত ২২ জানুয়ারি বিভিন্ন বাজারে অভিযান চালায় ৮ টি মোবাইল কোর্ট। এসময় বিভিন্ন প্রতিষ্ঠানকে মোট ৪১ হাজার টাকা জরিমানা করা হয়।