শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • সাভার আওয়ামী লীগের সাবেক সভাপতির ছেলের কান্ড

    মানিকগঞ্জ প্রতিনিধি

    ৭ মে, ২০২৪ ০৭:২২ পূর্বাহ্ন

    সাভার আওয়ামী লীগের সাবেক সভাপতির ছেলের কান্ড

    সাভার থানা আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম আহসান হাবীব ওরফে হাবিব চেয়ারম্যানের ছেলে মাসুদুর রহমানের বিরুদ্ধে সন্ত্রাসী কায়দায় বড় ভাইয়ের সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। তার এই সন্ত্রাসী কাজে বাধা দেওয়া বড় ভাইয়ের ম্যানেজার সুশীল রাজবংশী নামে এক ব্যক্তি কে মারধর করেছে। 

    সোমবার (৬ মে) সকালে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনী মহল্লায় এ ঘটনা ঘটে।

    হামলায় সুশীলের বাম চোখে গুরুতর আঘাত প্রাপ্ত হওয়ার মুমূর্ষ অবস্থায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কা জনক হওয়ার কর্তব্যরত চিকিৎসক রাতে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে রেফার্ড করেন। সন্ত্রাসী এই হামলায় হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে চরম অসন্তোষ দেখা দিয়েছে। সুশিল সাভার পৌর এলাকার মধ্যপাড়া মহল্লার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবত মাসুদের বড় ভাই মৃত আব্দুল মুমিনের ম্যানেজার হিসেবে কর্মরত আছেন।

    পারিবারিক সূত্র জানায়, হাবিব চেয়ারম্যানের বড় ছেলে বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুল মোমেন গত বছরের ১৩ জুলাই মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে ও দুই মেয়ে রেখে যান। বড় মেয়ে বিদেশে লেখাপড়া করেন। ছোট মেয়ে কলেজ পড়ুয়া। একমাত্র ছেলে সপ্তম শ্রেণীর ছাত্র। এমতাবস্থায় ম্যানেজার সুশীল তাদের ব্যবসা-বাণিজ্য দেখাশোনা করেন। 

    সুশীল রাজবংশী জানান, মাসুদ ও তার সহযোগিতা আমার উপর অতর্কিত হামলা চালায়। এই ঘটনায় আমার বাম চোখ মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। এছাড়াও হামলাকারীরা আমার শরীরের বিভিন্ন স্থানে কিল খুশি মেরে নীলা ফোলা যখম করে। আমি প্রশাসনের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করছি। 

    মেসার্স মোমেন ট্রেডার্স এর স্বত্বাধিকারী সিলভিয়া শারমিন জানান, আমার স্বামী মৃত্যুর পর দেবর মাসুদ আমার পরিবারের উপর নানা জুলুম অত্যাচার করে আসছে। আমার এবং সন্তানদের সম্পত্তি জোর করে দখলের হীন উদ্দেশ্যে আমাকে নানাভাবে হয়রানী ও হুমকি ধামকি অব্যাহত রেখেছে। রোববার সকালে মাসুদ ও তার সহযোগীরা আমার বাসায় অনধিকার প্রবেশ করে এবং আমার ম্যানেজার সুশীলকে বেদড়ক মারপিট করে। 

    বাড়ির মালিক সিলভিয়া শারমিন আরও জানান, আমি ঢাকার বাসায় ছিলাম। সেখান থেকে সিসি ক্যামেরায় দেখতে পাই মাসুদ ও নাসির দলবল নিয়ে সুশীলের উপর হামলা চালাচ্ছে। বর্তমানে আমি ছেলে মেয়ে নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। 

    স্থানীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশিষ্ট সাংবাদিক বরুণ ভৌমিক নয়ন নেক্কারজনক এই ঘটনাটি সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

    সাভার মডেল থানার উপ পরিদর্শক (এসআই) তানভির মোর্শেদ জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইননুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর