ছবিতে যে প্রবীণ ব্যক্তিটিকে দেখছেন, তিনি পেশায় শিক্ষক। চ্টগ্রামের মীরসরাই এলাকার ৫ নম্বর ওচমানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। নাম মোহাম্মদ নুরুল আনোয়ার। বাড়ি পার্শ্ববর্তী ইউনিয়ন ৭ নম্বর কাটাছড়া ইউনিয়নের উত্তর তেতৈয়া গ্রামে।
২০ জুন ২০২৪। ছোটো বোনের বাড়িতে অধিকাংশ ভাইবোনসহ বেশ কিছু আত্মীয়স্বজন ওখানে জড়ো হয়। ভোরবেলা তেতৈয়া বাজার থেকে চা পান করে ফেরার পথে দেখলাম আনোয়ার স্যার একাকী ও অখ- মনোযোগে বাড়ির কাছের আধা কাঁচা সড়কে জমে থাকা কাদা বেশ যতেœর সাথে সরিয়ে দিচ্ছেন পথের পাশে। এলাকাবাসী যাতে সহজে হাঁটাচলা করতে পারেন, সেই লক্ষ্যে এই শিক্ষক সময় পেলেই রাস্তার কাদা নিজ হাতে সরিয়ে দেন।
তিনি সেদিন যে রাস্তাটির কাদা পরিষ্কার করছিলেন, সেটি হলো ৭ নম্বর কাটাছড়া ইউনিয়নের উত্তর কাটাছড়া গ্রামের ইস্টার্ন সার্কুলার রোড। এলাকাবাসী জানান, আট কিলোমিটার দীর্ঘ এ সড়কটির দেড় কিলোমিটার পথ এখনো কার্পেটিং হয়নি। এই অবস্থায় পড়ে আছে দীর্ঘ এক দশক। জানা গেছে, এলাকার বর্তমান এমপি মাহবুবুর রহমান রুহেল নির্বাচনের আগে এলাকায় গিয়ে বলেছিলেন, তিনি নির্বাচিত হলে এই গুরুত্বপূর্ণ সড়কটির অসমাপ্ত কার্পেটিং অগ্রাধিকার পাবে। এলাকাবাসীর অভিযোগ, ক্ষমতাসীন দলের থানা ও ইউনিয়ন কমিটির নেতাদেও মতানৈক্যের কারণে অসমাপ্ত কাজটি সমাপ্তির দিকে এগিয়ে যেতে পারছে না।
আনোয়ার স্যার বললেন, সড়কটি আগাগোড়া কার্পেটিং করা হলে এলঅকাবাসীর দুর্বোগ কমবে। তবে আমি ব্যক্তিগত সুনামের জন্য নয়, আল্লাহর সৃষ্টজীবের সুবিধার জন্য হাতে কোদাল তুলে নিয়েছি। আল্লাহ আমাকে মানুষের পাশে থাকার অধিকতর তওফিক দান করুক। আমিন।