অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেছেন, যেকোন তথ্য বা সংবাদ প্রচারের আগে যাচাই করে নিতে হবে। বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ। সোশ্যাল মিডিয়ায় যেকোন অপতথ্য বা গুজব দ্রুত ছড়ায়। সমাজে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয় ও দেশের ক্ষতি হয়। গণমাধ্যমের নেতৃবৃন্দ ও সকলে মিলে অপ তথ্য আমাদের রোধ করতে হবে। গণমাধ্যমের নেতৃবৃন্দ নতুন সাংবাদিকদের এ বিষয়ে সচেতন করতে পারে। সাংবাদিকরা সর্বজনীন পেনশনের প্রগতি স্কিমে যোগ দিতে পারে। সাংবাদিকদের জন্য আলাদা পেনশন স্কিমের যে দাবী আপনারা করছেন, সে বিষয়ে ভেবে দেখবো। অর্থ প্রতিমন্ত্রী আরো বলেন, বাংলাদেশের মানুষের অগ্রগতি ও ভাগ্য পরিবর্তন সবকিছুই হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপান্তরকারী নেতৃত্বে গত ১৫ বছরে পদ্মাসেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বঙ্গবন্ধু টানেল ইত্যাদি মেগাপ্রকল্পসমূহ বাস্তবায়নের পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিত, ঘরে ঘরে বিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং মাথাপিছু আয় বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল।
অর্থ প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি শনিবার চট্রগ্রাম প্রেস ক্লাবে চট্রগ্রাম সাংবাদিক ইউনিয়ন আয়োজিত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের সহায়তার জন্য ২০১৪ সালে প্রাথমিকভাবে পাঁচ কোটি টাকা দিয়ে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা করেন। এই ট্রাস্ট থেকে এ পর্যন্ত ১৩ হাজার ৫১০ সাংবাদিক ও তাদের পরিবারের মধ্যে প্রায় ৪৫ কোটি ২৩ লক্ষ্য টাকা বিতরণ করা হয়েছে। একই ব্যক্তি যেন, ট্রাস্ট থেকে বার বার সহায়তা না পায়, সে বিষয়ে খেয়াল রাখতে হবে। সবাইকে আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ দিতে হবে।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবতীর সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট্রে এমডি সুভাষ চন্দ্র বাদল, বিএফইউজে'র সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, ডিইউজে সভাপতি সাংবাদিক সোহেল হায়দার চৌধুরী এবং চট্রগ্রাম সাংবাদিক ইউনিয়ন ও চট্রগ্রাম প্রেস ক্লাবের নেতৃবৃন্দ বক্তৃতা করেন। এসময় অনুদানপ্রাপ্ত সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত চট্রগ্রামের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে প্রাপ্ত ১৯ জন সাংবাদিকের মধ্যে ১১.৫০ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ বিতরণ করেন।