শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • জায়েদ খানের প্রার্থিতা বাতিল

    অবশেষে নিপুণকে সাধারণ সম্পাদক ঘোষণা

    নিজস্ব প্রতিবেদক

    ৫ ফেব্রুয়ারী, ২০২২ ১১:১৮ অপরাহ্ন

    অবশেষে নিপুণকে সাধারণ সম্পাদক ঘোষণা
    অবশেষে নিপুণকে সাধারণ সম্পাদক ঘোষণা

    বেশ কিছুদিন ধরে পাল্টাপাল্টি নানা বিতর্ক ও তৎপরতার পর অবশেষে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হলেন চিত্রনায়িকা নিপুণ। একইসঙ্গে সম্প্রতি নির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

    শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এফডিসিতে ডাকা এক সভা শেষে এ ঘোষণা দেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান। নির্বাচনী আচরণবিধি না মানায় জায়েদ খানের সাধারণ সম্পাদক পদ বাতিল করা হয়েছে। তাঁর পরিবর্তে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিপুণ এ পদে জয়ী হয়েছেন।

    জানা গেছে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক শনিবার বিকেল পাঁচটায় এফডিসিতে সাধারণ সম্পাদক পদে জায়েদ খান ও কার্যকরী সদস্য পদে চুন্নুর নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নিয়ে বৈঠকে বসে আপিল বোর্ড।


    সেখানে উপস্থিত ছিলেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান, বোর্ডের সদস্য মোহাম্মদ হোসেন, দুই নির্বাচন কমিশনার জাহিদ হোসেন ও বি এইচ নিশান, অভিযোগকারী নিপুণ। তবে এ বৈঠকে দুই অভিযুক্ত উপস্থিত ছিলেন না। তাঁদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন আপিল বোর্ডের চেয়ারম্যান।


    এ ঘটনার মধ্য দিয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি নিয়ে জটিলতার অবসান হতে যাচ্ছে। তবে আপিল বোর্ডের এ রায় মেনে নিয়েছেন কি না, সে বিষয়ে জায়েদ খানের কোনো বক্তব্য জানা যায়নি। নিজের বিজয় ঘোষণার পর নিপুণ বলেছেন, ‘সত্যের জয় হয়েছে।’ এসময় জয়ের আনন্দে তার চোখে অশ্রু দেখা যায়।

    এর আগে গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে ২০২২-২৪ মেয়াদের জন্য সভাপতি পদে জয়ী হন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। আর সাধারণ সম্পাদক পদে জায়েদ খানকে বিজয়ী ঘোষণা করা। অর্থাৎ দুই প্যানেল থেকে সভাপতি-সেক্রেটারি নির্বাচিত হন।

    এ নির্বাচনে মোট ৪২৮ জন ভোটারের মধ্যে ৩৬৫ জনের ভোট জমা পড়ে। এরমধ্যে ২৬টি ভোট বাতিল হয়। সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন ভোট পেয়েছেন ১৯১টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর পেয়েছেন ১৪৮ ভোট।

    সাধারণ সম্পাদক পদে মিশা প্যানেলের জায়েদ খান পান ১৭৬ ভোট। আর কাঞ্চন প্যানেলের নিপুন পান ১৬৩ ভোট।

    সহ-সভাপতি পদে ডিপজল (২১৯ ভোট) ও রুবেল (১৯১ ভোট), সহ-সাধারণ সম্পাদক পদে সাইমন সাদিক (২১২ ভোট) পেয়ে জয়ী হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে জয়ী হয়েছেন অভিনেত্রী শাহানূর (১৮৪ ভোট)৷ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জয় চৌধুরী (২০৫ ভোট)। দপ্তর ও প্রচার সম্পাদক পদে আরমান (২৩২ ভোট), সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মামনুন ইমন (২০৩ ভোট), কোষাধ্যক্ষ পদে আজাদ খান (১৯১ ভোট) পেয়ে জয়ী হয়েছেন৷

    এছাড়া কার্যকরী সদস্য পদে জয়ী হয়েছেন মিশা-জায়েদ প্যানেল থেকে অঞ্জনা, রোজিনা, অরুণা বিশ্বাস, সুচরিতা, আলীরাজ, মৌসুমী, চুন্নু আর কাঞ্চন-নিপুণ প্যানেলের ফেরদৌস, কেয়া, জেসমিন ও অমিত হাসান।

    এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন পীরজাদা শহীদুল হারুন। তার সঙ্গে কমিশনার হিসেবে ছিলেন বি এইচ নিশান ও জাহিদ হোসেন।

    এর আগে ২৮ জানুয়ারি সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এফডিসিতে উৎসবমুখর পরিবেশে ভোট কার্যক্রম চলে। তবে রাতভর ভোট গণনা শেষে ভোরে ফলাফল ঘোষণা করা হয়।

     
    ২১ সদস্যের কমিটির এই নির্বাচনে দুইটি প্যানেল এবং দু’জন স্বতন্ত্র প্রার্থীসহ ৪৪ জন চলচ্চিত্র শিল্পী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতবারের বিজয়ী সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান এবারও একসঙ্গে প্যানেল দিয়েছেন। তাদের বিপরীতে নতুন প্যানেলে এবার লড়ছেন ইলিয়াস কাঞ্চন ও নিপুণ। দুই প্যানেলের প্রার্থীরাই ভোটারদের সমর্থন পেতে শেষ তৎপরতা চালান।


    এদিকে ঘোষিত ফলাফল নিয়ে নানা বিতর্ক দেখা দেয়। বিশেষ করে পরাজিত সাধারণ সম্পাদক নিপুণ ওই ফলাফল প্রত্যাখ্যান নিয়ে জায়েদ খানের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। একপর্যায়ে ভোট পুণরায় গণনা করা হলেও নিপুণকে ফের পরাজিত ঘোষণা করা হয়। তবে এ ফলাফলও না মেনে নিপুণ সংবাদ সম্মেলনসহ নানা মাধ্যমে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তোলেন। পাল্টাপাল্টি বক্তব্য বিবৃতি ও হুমকিতে উত্তপ্ত হয়ে ওঠে এফডিসি অঙ্গণ। সর্বশেষ শনিবার আপিল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী জায়েদ খানের প্রার্থিতা বাতিল হওয়ায় নির্বাচিত হন নিপুণ।

     




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    ইলিয়াস কাঞ্চনকে নিয়ে ফেসবুকে যা লিখলেন শাকিব খান

    ইলিয়াস কাঞ্চনকে নিয়ে ফেসবুকে যা লিখলেন শাকিব খান

    ৫ ফেব্রুয়ারী, ২০২২ ১১:১৮ অপরাহ্ন

    যে তুচ্ছ অভিযোগে থালাপতি বিজয়ের নামে মামলা

    যে তুচ্ছ অভিযোগে থালাপতি বিজয়ের নামে মামলা

    ৫ ফেব্রুয়ারী, ২০২২ ১১:১৮ অপরাহ্ন

    যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

    যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

    ৫ ফেব্রুয়ারী, ২০২২ ১১:১৮ অপরাহ্ন

    ‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

    ‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

    ৫ ফেব্রুয়ারী, ২০২২ ১১:১৮ অপরাহ্ন

    ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

    ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

    ৫ ফেব্রুয়ারী, ২০২২ ১১:১৮ অপরাহ্ন