রতীয় সংবাদমাধ্যম এবিপি লাইভের প্রতিবেদন থেকে জানা যায়, বুধবার (২০ আগস্ট) নেটফ্লিক্সের আয়োজনে অনুষ্ঠিত হয় ‘দ্য ব্যাডস অব বলিউড’র প্রচারণায় জমকালো এক অনুষ্ঠান। সে অনুষ্ঠানে ছেলে আরিয়ান খানের প্রথম ওয়েব সিরিজ প্রজেক্টের প্রচারে হাজির হন শাহরুখ খান।
মঞ্চে উপস্থিত হয়ে শাহরুখ বলেন,
বলিউডে ক্যারিয়ারের ৩০ বছর পার করেছি। আপনারা আমাকে অনেক ভালোবাসা, দোয়া দিয়েছেন। ভক্তদের কাছে এবার সে ভালোবাসা ও দোয়া ছেলের জন্য চান তিনি। এরপরই মঞ্চে ছেলেকে ডাকেন।
আরিয়ান মঞ্চে উপস্থিত হয়ে বলেন,
আমি এই প্রথমবার আপনাদের সবার সামনে মঞ্চে এসেছি। আমি ভীষণ নার্ভাস। ২ দিন আর ৩ রাত ধরে আমি বারবার একটা বক্তৃা অনুশীলন করে যাচ্ছি। আমি এতটাই নার্ভাস যে আমি টেলিপ্রম্পটারেও বক্তৃতাটা লিখিয়ে দিয়েছি। তারপরেও, যদি এখানকার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়, তাই আমি বক্তৃতাটা কাগজে লিখে নিয়ে এসেছি। সঙ্গে একটা টর্চও নিয়ে এসেছি। আর তারপরেও যদি আমার কিছু ভুল হয়, তাহলে বাবা তো রয়েছেই!
এরপরই দেখা যায়, মঞ্চে পেছন ফিরে দাঁড়িয়ে রয়েছেন শাহরুখ খান। তার পিঠে একটি কাগজে লেখা রয়েছে ছেলে আরিয়ানের বক্তৃতাটা।
আরিয়ান বলেন,
এত প্রস্তুতির পরও যদি আমার ভুল হয়ে যায়, তাহলে দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। কারণ এটি আমার জীবনের প্রথম অভিজ্ঞতা।
তখনই উচ্ছ্বাসে ফেটে পড়েন ভক্তরা।
শাহরুখ খান পুত্র আরিয়ান খানের লেখা ও পরিচালনায় চার বছরের পরিশ্রমের ফসল নতুন ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’। দীর্ঘ সময় নিয়ে তৈরির পর অবশেষে নেটফ্লিক্সে আগামী ১৮ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে নতুন এ ওয়েব সিরিজটি।