বিএনপি থেকে পদত্যাগ করেছেন বলে প্রচারিত সংবাদকে অপপ্রচার বলে জানিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। এ সময় বিএনপির রাজনীতিতেও সক্রিয় রয়েছেন বলেও জানান তিনি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সহ-সাংস্কৃতিক সম্পাদক ছিলেন মনির খান। কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় মনির খানের বিএনপি থেকে পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
বিষয়টি নিয়ে মনির খান বলেন, ‘এলাকার শত্রুপক্ষ এ অপপ্রচার চালাচ্ছে। ২০১৮ সালের একটা ঘটনাকে সোশ্যাল মিডিয়াসহ ছড়িয়ে দেওয়া হয়েছে। বিএনপি থেকে নমিনেশন সংগ্রহ করলেই তো আমিই মনোনয়ন পাবো। এ বিষয়টি অনেকের সহ্য হচ্ছে না ‘
তিনি জানান, ২০১৮ সালে একটা ঘটনার কারণে আমি বিএনপির পদ-পদবি থেকে দূরে সরে এসেছিলাম। আমি তো কখনো বিএনপি থেকে পদত্যাগ করিনি।’
মনির খান আরও জানান, বিএনপির ভেতরের কিছু অসাধু লোক এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। এতে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্যও তিনি আহ্বান জানান।