বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপিতে একটি গোষ্ঠী টার্গেট করেছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকারকে কিছু বলে না, প্রশাসনকে কিছু বলে না। তারেক রহমান কি প্রধানমন্ত্রী? আসলে একটি গোষ্ঠীর টার্গেট বিএনপি, তাদের টার্গেট তারেক রহমান।
সোমবার বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুৎসা রটানো, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং কুচক্রী মহল কতৃক নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, শেখ হাসিনা যেভাবে টার্গেট করেছিল সেই একই চক্রান্ত চলছে। আজকে দায়ী দোষীদের সমালোচনা না করে তারেক রহমানের সমালোচনা করছেন, কুৎসা রটাচ্ছে। এই চক্রটি শহীদ জিয়ার বিরুদ্ধে বাজে কথা বলতেও কুন্ঠাবোধ করছেন না।
শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এবং শ্রমিক দলের সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। এতে বক্তব্য বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ন কবির খান, শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা আবুল কালাম আজাদ, মোস্তাফিজুল করিম মজুমদার, মঞ্জিরুল ইসলাম মঞ্জু, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক সুমন ভূইয়া, সদস্য সচিব বদরুল আলম সবুজ, উত্তরের আহ্বায়ক শাহ আলম রাজা, সদস্য সচিব কামরুজ্জামান কামরুল, ফরহাদ হোসেন বুলেট প্রমুখ।
বিক্ষোভ মিছিলটি নয়াপল্টন থেকে শুরু হয়ে বিজয়নগর পল্টন হয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।