পিএসসি সংস্কার এবং চাকরিতে রাজনৈতিক পরিচয়ে নিয়োগের হস্তক্ষেপ বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। সোমবার (২৮ জুলাই) রাতে ঢাবি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের হলপাড়া ও আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় তারা ‘জুলাইয়ের অঙ্গীকার, পিএসসি সংস্কার; চব্বিশের অঙ্গীকার,’ ‘পিএসসি সংস্কার; পিএসসি নিয়ে তালবাহানা, চলবে না চলবে না’ সহ নানা স্লোগান দেন।
৪৮ ঘণ্টার আল্টিমেটাম ও দুই দফা দাবি
সমাবেশে আন্দোলনকারীরা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে দুই দফা দাবি উত্থাপন করেন। এসব দাবি ঘোষণা করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর ২০০৯-১০ সেশনের শিক্ষার্থী ও ৪৪তম বিসিএস পরীক্ষার্থীর সিরাজুল সালেহীন। দাবি দুটি হলো :
১. পিএসসি ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ, সুপারিশ ও রাজনৈতিক নিয়োগ অবিলম্বে বন্ধ করতে হবে।
২. পিএসসি সহ অন্যান্য নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোতে একটি স্বতন্ত্র ও নিরপেক্ষ নিয়োগ কমিটি গঠন করতে হবে।
সালেহীন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমরা যদি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এসব দাবি বাস্তবায়নের আশ্বাস না পাই, তাহলে কঠোর কর্মসূচির দিকে যাব। পিএসসি ও প্রয়োজনে সচিবালয় ঘেরাও করবো। অবরোধ, ব্লকেডসহ বিভিন্ন কর্মসূচির দিকে আমরা এগিয়ে যাব।