সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ১/১১ নিয়ে একটি পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
এ পোস্টের বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ঘণ্টাখানেক পর হয়তো উপদেষ্টা মাহফুজ ওই পোস্ট ডিলিট করে দেবেন। আজ (সোমবার, ৪ আগস্ট) সন্ধ্যায় তিনি এ মন্তব্য করেছেন।
বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সন্ধ্যায় জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপির লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।
জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে বিএনপির যোগদান প্রসঙ্গে বিএনপির এই নেতা জানান, আগামীকাল জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে বিএনপি অংশ নেবে কি না এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। পরে জানতে পারবেন।
এর আগে সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম লেখেন, ‘১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে! তবে, জুলাই জয়ী হবে। জনগণের লড়াই পরাজিত হবে না।’