দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপ ২০২৫-এর গ্রুপ ‘এ’ ম্যাচ শেষে এমন এক ঘটনা ঘটল, যা নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা।
গতকাল ম্যাচ শেষে ঘটে এক অস্বাভাবিক দৃশ্য। ম্যাচ শেষে পাকিস্তানি খেলোয়াড়রা হাত মেলাতে এগিয়ে গেলেও ভারতীয় ক্রিকেটাররা কোনো ধরনের সৌহার্দ্য প্রকাশ না করে দ্রুত ড্রেসিংরুমে ফিরে যান।
ভারতের এই সিদ্ধান্ত ছিল প্রতীকী প্রতিবাদ। এপ্রিল মাসে জম্মু-কাশ্মীরের পাহালগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানের ভূমিকার প্রতিবাদ জানাতে এভাবে ম্যাচ-পরবর্তী হ্যান্ডশেক এড়িয়ে যান ভারতীয় খেলোয়াড়রা।
তবুও ঘটনার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আনুষ্ঠানিকভাবে ক্ষোভ জানিয়েছে। বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ‘টসের সময় ম্যাচ রেফারি সালমান আলী আগাকে জানিয়েছিলেন, যাতে তিনি ভারতীয় অধিনায়কের সঙ্গে হাত না মেলান। এই আচরণ আমরা খেলাধুলার চেতনার পরিপন্থী বলে মনে করি। তাই বিষয়টি নিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানাচ্ছি। ’