ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পদত্যাগপত্র জমা দিয়েছেন। যা আগামী ১৪ অক্টোবর থেকে কার্যকর করা হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন।
সূত্র জানায়, রিজার্ভ চুরির ঘটনায় মেজবাউল হকের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার পর তাকে বাধ্যতামূলক অবসরের নির্দেশ দেয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি)। তাকে অপসারণের জন্য চিঠিও ইস্যু করা হয়।
এ ব্যাপারে জানতে মেজবাউল হককে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।