চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই বিভ্রান্তিতে পড়ে অনেক পরীক্ষার্থী। সাধারণ ৯টি বোর্ডের অধীনে পরীক্ষা দেড় ঘণ্টা হওয়ার নির্দেশনা থাকলেও এসএসসির প্রথম দিনে পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নে সময় উল্লেখ ছিল ২ ঘণ্টা ৩৫ মিনিট। এনিয়ে শিক্ষার্থীদের মাঝে বেশ বিভ্রান্তি দেখা দেয়।
রোববার (১৪ নভেম্বর) সারাদেশে ‘ক’ সেটের প্রশ্ন বিতরণ করা হয়েছে। সেখানে পরীক্ষার নির্ধারিত সময় দেড় ঘণ্টার বদলে দুই ঘণ্টা ৩৫ মিনিট উল্লেখ করা হয়েছে। এ সময়ের মধ্যে ৫টি বড় প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে।
কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা দিয়েছিল, চলতি বছর করোনা পরিস্থিতির কারণে সংক্ষিপ্ত সিলেবাসে নৈর্বাচনিক তিনটি বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। ৫০ নম্বরের এ পরীক্ষার জন্য দেড় ঘণ্টায় দুইটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে মোট ৮টি প্রশ্ন থাকবে, তার মধ্যে দুটি উত্তর দিতে হবে। আর মাল্টিপল চয়েজ কোশ্চেন (এমসিকিউ) ২৫টি থাকবে। এরমধ্যে ১২টির উত্তর দিতে হবে। ১৫ মিনিটে এর উত্তর লিখতে হবে।
প্রশ্নের নির্দেশনায় এমন ভুল থাকায় পরীক্ষার্থীরা বিভ্রান্ত হয়ে পড়েন। দেড় ঘণ্টায় তারা ৩-৪টি প্রশ্নের উত্তর দেন কোনোরকমে। তবে সময় স্বল্পতায় কোনোটিই ভালোভাবে লিখতে পারেনি বলে অভিযোগ করেন তারা। এ পরীক্ষা পুনরায় নেওয়ার দাবি জানায় অনেকে।
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জানান, আগের প্রশ্নে এসএসসি পরীক্ষা নেওয়া হচ্ছে। ফলে কিছু বিষয় পরিবর্তন হলেও প্রশ্ন আগের মতো রয়ে গেছে। বর্তমানে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা আয়োজন হওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
তবে কেউ বিভ্রান্তিতে পড়ে বেশি প্রশ্নের উত্তর লিখলে তার সবচে ভালো দুটি উত্তর নির্বাচন করে মূল্যয়ন করা হবে বলেও জানান উপমন্ত্রী।