বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি বলেছেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশের এক কোটি পরিবারকে টিসিবি'র পণ্য ভর্তুকি মূল্যে দেয়া হচ্ছে। আমরা দুই দুইবার এক কোটি পরিবারকে নিত্যপ্রয়োজনীয় পণ্য দিবো। যেসব জায়গা থেকে কার্ড বিতরণে অভিযোগ উঠেছে, তা তদন্ত করা হচ্ছে। অদৌ কোথাও অনিয়ম হয়েছে কিনা, সেটা খতিয়ে দেখা হচ্ছে। আমাদের কাছে যে রিপোর্ট আছে, তার খুবই সামান্য। নাইনটি নাইন পারসেন্ট পারফেক্টলি হয়েছে। তারপরও কোথাও যদি অনিয়ম হয়ে থাকে, আমরা ব্যবস্থা নিবো। টিসিবির পণ্যের অনিয়মে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না।
বাণিজ্যমন্ত্রী বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেলে রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অডিটরিয়ামে মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশং রংপুর মেট্রোপলিটন কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানের সময় এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী এ সময় বলেন, মুক্তিযুদ্ধ শুরুর মুহুর্তে পুলিশ সদস্যরা প্রথম জীবন দিয়েছেন, রক্ত দিয়েছে। পুলিশের রক্ত দিয়েই আমরা লড়াইটা শুরু করেছি। রাজারবাগে প্রথম আক্রমন হয়েছে ২৫ মার্চ রাতে প্রথম শহীদ হয়েছে পুলিশ। বঙ্গবন্ধু দেশটাকে স্বাধীন করে আমাদেরকে এত সুন্দর একটা দেশ দিয়েছে। বাঙ্গালী জাতির জন্য যে চিন্তা করেছিলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যে দিন স্বাধীনতা পেলাম আমরা সেইদিন পাকিস্তান অর্থনীতির ৪০% দিকে এগিয়ে ছিলেন। আজকে স্বাধীনতার ৫০ বছরে আমাদের চেয়ে পাকিস্তান ৭০ ভাগ নিচে নেমে গেছে। আমরা ৪৮ টাকা খরচ করলে ওদের একশত টাকা পাই। ওদের অর্থনীতি গোল্লায় গেছে।
কমিউনিটি পুলিশং রংপুর মেট্রোপলিটন কমিটি রংপুরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী,রংপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দিন আহেমেদ, মহানগর আওয়ামীলীগের সভাপতি সাফিউর রহমান সফি, রংপুর জেলা আওয়ামীলীগের সাধারণ এ্যাড.রেজাউল করিম রাজু, মহানগর সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্তল প্রমুখ। অনুষ্ঠানে পুলিশ প্রশাসন ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।