বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি বলেছেন, দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, মজুত ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। ভোজ্য তেলের উপর থেকে ট্যাক্স ও ভ্যাট প্রত্যাহারের সুফল দেশের মানুষ পেতে শুরু করেছে। ভোজ্য তেলের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে তদারকি জোরদার করা হয়েছে। বাণিজ্যমন্ত্রী বলেন, মূল্য স্বাভাবিক রাখতে পণ্যের সরবরাহ আরও বৃদ্ধির চেষ্টা চালানো হচ্ছে। দেশে পর্যাপ্ত ভোজ্যতেল মজুত রয়েছে। অন্যান্য পণ্যের পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। বাজারে কোন পণ্যের ঘাটতি নেই।
বাণিজ্যমন্ত্রী সোমবার (৪ এপ্রিল,২০২২) বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্স কমিটির প্রথম সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রেস ব্রিফিং এ এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের নিম্ন আয়ের এককোটি পরিবারকে ভর্তুকি মূল্যে তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রদান করা হচ্ছে। পণ্য আমদানি ও সরবরাহে যাতে কোন ধরনের সদস্যা না হয় সেজন্য সবধরনের ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে। আমদনি পণ্যের দ্রুত খালাস ও শুলকায়ন, দ্রুত পরিবহণ করার ব্যাবস্থা করা হয়েছে।পণ্যের আমদানি, পাইকারি বা ডিলার পর্যায়ে যাতে কোন ধরনে সমস্যা না সে বিষয়ে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড এন্ড টেরিফ কমিশনের চেয়ারম্যান (সচিব) মো. আফজাল হোসেন, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন মো. মফিজুল ইসলাম, টিসিবি'র চেয়ারম্যান ব্রি. জে. মো. আরিফুল হাসান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান, এফবিসিসিআই এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী, টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।