শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • বিশ্ববাণিজ্যে সক্ষমতা অর্জনে বেসরকারি সেক্টরকেও এগিয়ে আসতে হবে: বাণিজ্যমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ১৭ এপ্রিল, ২০২২ ১০:১৩ অপরাহ্ন

    বিশ্ববাণিজ্যে সক্ষমতা অর্জনে  বেসরকারি সেক্টরকেও এগিয়ে আসতে হবে: বাণিজ্যমন্ত্রী

    বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি বলেছেন,  বাংলাদেশ ২০২৬ সালে এলডিসি গ্রাজুয়েশন করবে। এটা একদিকে আমাদের জন্য খুশির খবর, অপরদিকে চ্যালেঞ্জের। এ অর্জন আমাদের সফলতার। আসন্ন চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমাদের তৈরী হতে হবে। কাজ করতে হবে গভীর ভাবে। বুঝে ও জেনে সামনে এগিয়ে যেতে হবে। এ চ্যালেঞ্জ মোকাবেলার জন্য অভিজ্ঞতা প্রয়োজন। অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে আমাদের এ চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। বাণিজ্যমন্ত্রী বলেন, এলডিসি গ্রাজুয়েশনের পর আমাদের অনেক বাণিজ্য সুবিধা থাকবে না, উন্নত বিশ্বের সাথে প্রতিযোগিতা করে এগিয়ে যেতে হবে। ইউরোপিয়ন ইউনিয়ন আমাদের জিএসপি প্লাস বাণিজ্য সুবিধা দিলেও অনেক শর্ত পূরণ করতে হবে।

    তিনি বলেন, বাণিজ্য সুবিধা আদায় করতে পিটিএ বা এফটিএ এর মতো বাণিজ্য চুক্তি করতে হবে। এজন্য সাময়িক ভাবে আমরা কিছু শুল্ক হারালেও দীর্ঘ মেয়াদে আমরা লাভবান হবো। উন্নতবিশ্বের সাথে প্রতিযোগিতা করতে হলে যোগ্য ও দক্ষ মানুষ গড়ে তুলতে হবে। বিদেশী দক্ষ জনশক্তির উপর নির্ভর করলে চলবে না। আমাদের কাজ আমাদেরই দক্ষতার সাথে করতে হবে। যোগ্য ও দক্ষ মানুষগুলোকে কাজে লাগিয়ে দক্ষ জনশক্তি তৈরী করতে হবে। আমাদের সক্ষমতা অর্জনের বিকল্প নেই, সর্বাধিক গুরুত্ব দিয়ে তৈরী হতে হবে এলডিসি’র চ্যালেঞ্জ মোকাবেলায়। এজন্য সরকারের পাশাপাশি বেসরকারি সেক্টরগুলোকেও সমান তালে এগিয়ে আসতে হবে।

    বাণিজ্যমন্ত্রী আজ (১৭ এপ্রিল) ঢাকার শেরে বাংলা নগরে পর্যটন ভবনে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত “ন্যাশনাল ওয়ার্কশপ অন দ্যা প্রপোজড টাইম বাউন্ড একশন প্ল্যান অফ দ্যা টু এলডিসি গ্রাজুয়েশন রিলেটেড সাব-কমিটি ঃ প্রিফারেনসিয়াল মার্কেট একসেজ এন্ড ট্রেড এগিমেন্ট এন্ড ডব্লিউটিও ইস্যুজ” শীর্ষক দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

    অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, প্ল্যানিং কমিশনের এগ্রিকালচার, ওয়াটার রিসোর্স এন্ড রুরাল ইনষ্টিটিউশনস ডিভিশনের সদস্য (সচিব) শরিফা খান এবং এফবিসিসিআই এর প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন।

    উল্লেখ্য, ওয়ার্কশপের টেকনিকেল সেশন-১ এ প্রিফারেনসিয়াল মার্কেট একসেজ এন্ড ট্রেড এগিমেন্ট বিষয়ক সেশন এ বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সঞ্চালনায় বিষয়ের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ট্রেড এন্ড টেরিফ কমিশনের সদস্য((পিআরএল) ড. মোস্তফা আবিদ খান, আলোচনায় অংশ নেন পলিসি রিসার্স ইনস্টিটিউট এর চেয়ারম্যান ড. জায়েদী সাত্তার, লেদারগুডস এন্ড ফুটওয়্যার ম্যান্যুফেকচারার্স এন্ড এক্সপোর্টার্স এ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর প্রেসিডেন্ট সৈয়দ নাসিম মঞ্জুর, এনবিআর এর সদস্য(কাস্টমস পলিসি) মো. মাসুদ সাদিক এবং এফবিসিসিআই এর উপদেষ্টা মনজুর আহমেদ।

    ওয়ার্কশপের টেকনিকেল সেশন-২ এ ডব্লিউটিও ইস্যুজ বিষয়ে প্ল্যানিং কমিশনের এগ্রিকালচার, ওয়াটার রিসোর্স এন্ড রুরাল ইনষ্টিটিউশনস ডিভিশনের সদস্য (সচিব) শরিফা খান এর সঞ্চালনায় বিষয়ের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক মো. হাফিজুর রহমান। আলোচনায় অংশ নেন ইন্টারন্যাশনাল ট্রেড এক্সপার্ট নেসার আহমেদ,  বিআইডিএস এর রিসার্স ডিরেক্টর ড. মনজুর হোসেইন এবং পলিসি এক্সচেঞ্জ অফ বাংলাদেশ এর চেয়ারম্যান ড. এম মাসরুর রিয়াজ।




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    ১৭ এপ্রিল, ২০২২ ১০:১৩ অপরাহ্ন

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    ১৭ এপ্রিল, ২০২২ ১০:১৩ অপরাহ্ন

    চালু হলো রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’

    চালু হলো রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’

    ১৭ এপ্রিল, ২০২২ ১০:১৩ অপরাহ্ন