ফের পাম অয়েল রফতানি করবে ইন্দোনেশিয়া। তিন সপ্তাহের নিষেধাজ্ঞা তুলে নিয়ে ২৩ মে এই রফতানি শুরু করবে দেশটি। দেশের অভ্যন্তরে রান্নার তেল সরবরাহ পরিস্থিতির উন্নতি হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জোকো উইডোডো। এর আগে রফতানি নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবি জানিয়ে আন্দোলন করেন দেশটির কৃষকরা। ওই নিষেধাজ্ঞা তুলে নেয়ার সরকারি সিদ্ধান্তে বেশ খুশি তারা।
রয়টার্সের প্রতিবেদন বলছে, বিশ্বের শীর্ষ পাম অয়েল উৎপাদক দেশটি গত ২৮ এপ্রিল দেশের বাইরে অপরিশোধিত পাম অয়েল সরবরাহ স্থগিত করে। সেই সঙ্গে এ সম্পর্কিত অন্যান্য পণ্য রফতানিও বন্ধ করে তারা। পূর্ববর্তী সরকারের নেয়া বেশকিছু পদক্ষেপের কারণে দেশটির বাজার ব্যবস্থা বেশ বিপর্যস্ত ছিল। তাই দেশের বাজারে পণ্যটির বাড়তি দাম নিয়ন্ত্রণ করতেই এ সিদ্ধান্ত নেয় সরকার। কিন্তু তার বিরোধিতা শুরু করেন দেশের কৃষক।
এমন পরিস্থিতিতে নিষেধাজ্ঞা তুলে নেয় সরকার। বৃহস্পতিবার প্রেসিডেন্ট জোকো উইডোডো বলেন, রান্নার এ তেল সরবরাহ এখন প্রয়োজনের তুলনায় ভালো অবস্থানে পৌঁছেছে। যদিও দাম এখনো প্রতি লিটারে নির্ধারিত ১৪ হাজার রুপিয়ায় পৌঁছেনি। এক ভিডিও বার্তায় তিনি বলেন, বেশকিছু অঞ্চলে এখনো দাম তুলনামূলকভাবে বেশি রয়ে গিয়েছে। প্রত্যাশা করি, সামনের দিনগুলোয় তা আরো নাগালের মধ্যে চলে আসবে। যদিও রফতানি আবার শুরু হচ্ছে, কিন্তু চাহিদা অনুযায়ী সুলভ মূল্যে যেন পণ্য সরবরাহ করা যায়, সেজন্য সরকার সবকিছু খুব গভীরভাবে তত্ত্বাবধান ও পর্যবেক্ষণ করবে।