ভারতের লাদাখে সেনা বহনকারী একটি গাড়ি নদীতে পড়ে সাত জন নিহত হয়েছেন। গাড়িতে থাকা বাকি সেনাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় দেশটির সেনাবাহিনী। শুক্রবার লাদাখের টুরটুক সেক্টরে সেনাবাহী একটি গাড়ি শায়ক নদীতে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে বলে হিন্দুস্তান টাইমস জানিয়েছে।
এক উচ্চপদস্থ সেনা কর্মকর্তা জানান, সেনা সদস্য বহনকারী গাড়িটি পিছলে সড়ক থেকে বেরিয়ে আসে এবং ৫০-৬০ ফুট গভীর নদীতে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। গাড়িতে মোট ২৬ জন যাত্রী ছিল। আহতদের চিকিৎসা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।
সেনাবাহিনী জানায়, গুরুতর আহত ব্যক্তিদের ওয়েস্টার্ন কমান্ডে স্থানান্তরিত করার জন্য ভারতীয় বিমান বাহিনীর সাহায্য চাওয়া হয়েছে।