শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • জিম্বাবোয়ের লিথিয়াম সম্পদে চীনের আধিপত্য

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৪ জুলাই, ২০২২ ০৬:৩৪ পূর্বাহ্ন

    জিম্বাবোয়ের লিথিয়াম সম্পদে চীনের আধিপত্য

    চীনা বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি প্রস্তুতকারকেরা বিপুল উৎসাহে ঝাঁপিয়ে পড়েছেন আফ্রিকার দেশ জিম্বাবোয়ের লিথিয়াম খনিতে বিনিয়োগে৷ বিদ্যুৎচালিত গাড়ির ব্যাটারি প্রস্তুতে অন্যতম জরুরি উপাদান এই লিথিয়াম৷


    জিম্বাবোয়ের একটি প্রধান খনি কোম্পানি আগামি বছর থেকে স্পোডুমিন নামের লিথিয়ামযুক্ত আকর চীনে পাঠানো শুরু করতে রাজি হয়েছে৷

    ইলেকট্রিক গাড়ির বাজার যত বড় হচ্ছে, ততই লিথিয়ামের চাহিদাও বাড়ছে৷ এরপর থেকেই মূলত জিম্বাবোয়ের খনিগুলোতে লিথিয়াম উৎপাদনও ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে৷ এই মৌলিক পদার্থটির বিপুল মজুদ রয়েছে দেশটিতে৷

    জুলু লিথিয়াম মাইনস প্রিমিয়ার আফ্রিকান মিনারেলস-এর একটি সহায়ক সংস্থা৷ কোম্পানিটির প্রধান নির্বাহী জর্জ রোচ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, বেশ কয়েকটি চীনা, ইউরোপিয়ান এবং অস্ট্রেলিয়ান বিনিয়োগকারীর মধ্য থেকে তারা সুঝো টিএ অ্যান্ড এ ক্লিন টেকনোলজি কো. কে বেছে নিয়েছেন তারা৷ তিনি বলেন, ‘‘এক পর্যায়ে ১১ বিনিয়োগকারীর সঙ্গে আমরা কথা বলছিলাম, যাদের প্রত্যেকেই জুলুতে বিনিয়োগ করতে চান৷''

    জুলু খনিতে একটি পরীক্ষামূলক প্ল্যান্ট স্থাপনে প্রায় সাড়ে তিন কোটি ডলার বিনিয়োগে সম্মত হয়েছে সুঝো৷ এর ফলে খনিটিতে বছরে ৫০ হাজার টন লিথিয়ামযুক্ত আকর উৎপাদন সম্ভব হবে৷ এই বিনিয়োগের ফলে লিথিয়াম ব্যাটারি উৎপাদনের অন্যতম কাঁচামাল সরবরাহকারীতে পরিণত হবে প্রতিষ্ঠানটি৷

    চীনের শীর্ষস্থানীয় লিথিয়াম উৎপাদনকারী ইবিন চিয়ানইয়ের যৌথ মালিকানার পাশাপাশি স্পোডিমিনের সরবরাহকারীও সুঝো৷ সুঝোর সঙ্গে এর যৌথ মালিকানায় রয়েছে চীনের শীর্ষ লিথিয়াম-আয়ন ব্যাটারি উৎপাদনকারী কোম্পানি সিএটিএল৷ দেশটির মোট লিথিয়াম ব্যাটারির চাহিদার ৩০ শতাংশেরও বেশি উৎপাদন করে সিএটিএল৷


    ইলেকট্রিক খেলনাগুলোতে কী সুন্দর আলো জ্বলে, কত্তো রকমের শব্দ করে, যা বাচ্চাদের খুবই প্রিয়৷ তবে আগে ইলেক্ট্রিক খেলনায় বড় সাইজের ব্যাটারি ব্যবহার করা হতো৷ তবে আজকাল থাকে পাতলা বোতামের মতো খুবই ছোট মাইক্রো ব্যাটারি৷ তাই ফেডারেল ইন্সটিটিউট ফর রিস্ক অ্যাসেসমেন্ট-এর এ বিষয়ে সতর্কবাণী– ইলেকট্রিক পার্টস গিলে ফেললে এবং তা শ্বাসনালীতে ঢুকে গেলে শিশুর স্বাস্থ্যের গুরুতর ক্ষতি হতে পারে৷

     

    গত মাসে সুঝোর মতোই পদক্ষেপ নিয়েছে চীনের আরেক প্রতিষ্ঠান ঝেজিয়াং হুয়ায়ো কোবাল্ট৷ জিম্বাবোয়ের রাজধানীর ঠিক বাইরে অবস্থিত একটি লিথিয়াম খনিতে ৩০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে তারা৷ এই অর্থে প্রায় সাড়ে চার টন আকরিক শোধন এবং চার লাখ টন ঘনীভূত লিথিয়াম উৎপাদনের ক্ষমতাসম্পন্ন একটি প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্ট নির্মাণ করা হবে৷

    বৈদ্যুতিক গাড়ির ব্যাটারির বাজারে পরিবর্তনের ছোঁয়া

    বিদ্যুৎচালিত গাড়ির ব্যাটারি তৈরিতে লিথিয়াম খুবই গুরুত্বপূর্ণ উপাদান৷ ফলে এসব গাড়ির চাহিদা যত বাড়ছে, লিথিয়ামের চাহিদার পাশাপাশি দামও বেড়ে চলেছে৷

    অতীতে বিদ্যুৎচালিত গাড়ির ব্যাটারি নির্মাতারা নিকেল-ম্যাংগানিজ-কোবাল্ট বা এনএমসি দিয়ে তৈরি করা ব্যাটারির দিকে বেশি মনোযোগী ছিলেন৷ কিন্তু এখন লিথিয়াম-আয়রন-ফসফেট বা এলএফপি ব্যাটারি দিন দিন জনপ্রিয় হচ্ছে৷

    লিথিয়ামের দাম বাড়তে থাকায় টেসলার মতো বিদ্যুৎচালিত গাড়ির দামও বাড়ছে৷ এই মাসেই একেকটি গাড়ির দাম ছয় হাজার ডলার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে৷

    বিশ্বের লিথিয়ামের সবচেয়ে বড় মজুদ থাকা দেশগুলোর একটি জিম্বাবোয়ে৷ দেশটির সরকার ২০৩০ সালের মধ্যে জিম্বাবোয়েকে উচ্চ-মধ্যম আয়ের দেশে পরিণত করতে চায়৷ এই লক্ষ্য অর্জনে লিথিয়াম খনি শিল্পকে অন্যতম চাবিকাঠি বিবেচনা করছে দেশটি৷ (ডয়েচেভেলে)।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    বাংলাদেশি শহীদুল আলমের ভাগ্যে যা ঘটলো!

    বাংলাদেশি শহীদুল আলমের ভাগ্যে যা ঘটলো!

    ১৪ জুলাই, ২০২২ ০৬:৩৪ পূর্বাহ্ন