বৃষ্টিজমা ক্রিকেট পিচ। খেলা বন্ধ। অন্য ক্রিকেটাররা ব্যস্ত গল্প-আড্ডায়। কিন্তু ব্যতিক্রম ছিলেন সাকিব। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মাঠে জমা বৃষ্টিতে একেবারে শুয়ে পড়লেন। কিছু সময়ের জন্য ফিরে গেলেন শৈশবের সেই দিনগুলোতে। বেশ কিছু সময় পানিতে গা এলিয়ে ঝাপাঝাপি করলেন তিনি। ব্যতিক্রমধর্মী এ দৃশ্য নজর এড়ায়নি উপস্থিত দর্শকদের। ছবি তুলে ছড়িয়ে দিলে সামাজিক মাধ্যমে।
রোববার সকাল থেকেই মিরপুরের আকাশজুড়ে ছিল মেঘ। টিপটিপ বৃষ্টি হচ্ছিল থেমে থেমে। বেলা তিনটা বাজার পর তাই ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলার সমাপ্তি টানা হয়। টিকিট কেটে খেলা দেখতে আসা দর্শকরা তখন গ্যালারি ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় সাকিবের বৃষ্টির পানি নিয়ে খেলার দৃশ্য দেখে গ্যালারি থেকেই দর্শকদের উল্লাসধ্বনি ভেসে এলো।
দিনের খেলা বাতিল হয়ে যাওয়ার আগে খেলোয়াড়রা ড্রেসিংরুমে বসে বিরক্ত হচ্ছিলেন। তাই ইনডোরে গিয়ে ব্যাটিং অনুশীলন করেন সাকিব। সেখানে গা গরম করে ফেরার পথে ত্রিপল দিয়ে ঢাকা পিচের ওপর পানি জমে থাকা দেখেই কি না সাকিবের কি মনে হলো, এক দৌড়ে দিলেন ডাইভ। আর তা যেন ছুঁয়ে গেল দর্শকদেরও। করতালি আর উল্লাসধ্বনিতে সাকিবকে উৎসাহ দিলেন তারা। ত্রিপলের ওপর বিশ্বসেরা অলরাউন্ডারের সেই ডাইভ দেওয়ার মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেন কেউ কেউ। যেন দিনের সেরা বিনোদনটা সাকিবের স্লাইড থেকেই পেলেন তারা! খেলা না দেখতে পারার কষ্ট কেটে গেলো অলরাউন্ডার সাকিবের এসব দৃশ্য দেখে।