বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টিকারী করোনাভাইরাসের নতুন ধরণ ওমিক্রন সংক্রমণ প্রতিরোধে ব্যাপক পদক্ষেপ নিয়েছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বেনাপোল স্থলবন্দর ও ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ। ওই বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের সঙ্গে জেলা সিভিল সার্জনের জরুরি বৈঠকে এ সুরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়।
পদক্ষেপ অনুযায়ী এখন থেকে ভারত থেকে কেউ ফিরলে সাথে আনতে হবে আরটিপিসিআর থেকে পরীক্ষা করা ৪৮ ঘণ্টার মধ্যে করোনা নেগেটিভ সনদ। যাদের করোনার ডাবল ডোজ গ্রহণ নেই তাদের ভারত থেকে ফিরলে থাকতে হবে ১৪ দিন হোম কোয়ারেন্টাইন।
এ ছাড়া কারো শরীরের তাপমাত্রা বেশি থাকলে তাকে ইমিগ্রেশন স্বাস্থ্যকেন্দ্রে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষাও করা হবে। করোনা আক্রান্ত হলে আইসোলেশনে থাকতে হবে। তবে এক্ষেত্রে ১২ বছরের নিচে সব শিশুর এ নিয়ম বাধ্যতামূলক থাকছে না। সুরক্ষা ব্যবস্থা জোরদার ওমিক্রন সংক্রমণ রোধে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সূত্রমতে, বিশ্বের প্রায় ৪০টি দেশে ওমিক্রন সংক্রমণ ঘটেছে । আক্রান্তের শিকার হয়েছে প্রতিবেশী দেশ ভারত। ভারতের সঙ্গে বাংলাদেশের রয়েছে বড় ধরনের বাণিজ্যিক সম্পর্ক ও যাত্রী যাতায়াত। এতে বাংলাদেশ আক্রান্তের ঝুঁকি দিন দিন বাড়ছে। উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় সুরক্ষা ব্যবস্থা জোরদার করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
নির্দেশনা পেয়ে ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ ও বন্দরে নেওয়া হয়েছে সব ধরনের সুরক্ষা। ভারতীয় ট্রাক চালকেরা বন্দরে প্রবেশকালে ট্রাকে জীবাণুনাশক স্প্রে ও চালকদের শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে। এ ছাড়া পাসপোর্ট যাত্রীদের ক্ষেত্রে সামাজিক দূরত্ব ও মাক্স পরিধান নিশ্চিত করা হয়েছে।