রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান আবাসিক হলের একটি তলা থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে হল থেকে তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) নিয়ে যাওয়া হয়। পরে সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে তাঁর মৃত্যুর পর সহপাঠীরা চিকিৎসায় কালক্ষেপণের অভিযোগ তুলে হাসপাতালে ভাঙচুর করেছেন।
নিহত শাহরিয়ার রাবির মার্কেটিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর গ্রামের বাড়ি দিনাজপুরের বিরল উপজেলায়। তিনি হবিবুর রহমান হলের ৩৫৪ নম্বর কক্ষে থাকতেন।
চিকিৎসকের বরাত দিয়ে রাবি ছাত্র উপদেষ্টা এম তারেক নূর বলেন, আহত শিক্ষার্থীকে রামেক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হবে।
হলের আবাসিক শিক্ষার্থী সূত্রে জানা গেছে, হলের তৃতীয় ব্লকের ওপর থেকে কোনো কিছু পড়ে যাওয়ার শব্দে নিচে থাকা শিক্ষার্থীরা ছুটে যান। গিয়ে দেখতে পান মসজিদ কক্ষের পাশের টিউবওয়েলের পাকার ওপর রক্তাক্ত অবস্থায় এক শিক্ষার্থী পড়ে আছেন। কিন্তু ওপরের কোন তলা থেকে শাহরিয়ার পড়েছেন, এ বিষয়ে কেউ কিছু বলতে পারেননি। পরে তাঁরা তাঁকে উদ্ধার করে অ্যাম্বুল্যান্সে করে রামেক হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বে থাকা চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে রামেক হাসপাতালে শাহরিয়ারের চিকিৎসার জন্য সময়মতো চিকিৎসক না আসার অভিযোগে সেখানে ভাঙচুর করেন শাহরিয়ারের সহপাঠীরা।
অভিযোগের বিষয়ে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানীর কোন মন্তব্য পাওয়া যায়নি।