পাইকগাছা উপজেলা ভূমি কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) সকালে প্রেসক্লাব মিলনায়তনে উত্তরণ অপ্রতিরোধ্য প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আব্দুল হান্নান, এ্যাডঃ শেখ আব্দুর রশিদ, রেখা রানী বিশ্বাস, সাধারণ সম্পাদক প্রভাষক ময়নুল ইসলাম, যুগ্ম-সম্পাদক কাউন্সিলর আব্দুল গফফার মোড়ল, পারুল রানী মন্ডল, পূর্ণ চন্দ্র মন্ডল, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক জিএ রশীদ, এন ইসলাম সাগর, এসএস আলাউদ্দিন সোহাগ, স্নেহেন্দু বিকাশ, এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, নিজাম উদ্দীন, মাসুমা বেগম, ডাঃ মনোরঞ্জন রায়, নিরঞ্জন সরদার, সুখদেব চন্দ্র রায়, তারেক সরকার, জামিনুর ইসলাম, পরিমল মন্ডল, দেবাশীষ মন্ডল, উত্তরণ অপ্রতিরোধ্য প্রকল্পের মাহফুজা সুলতানা, সেলিম আহমেদ ও নাজমুল বাশার।
সভায় উপজেলা ভূমি কমিটির পক্ষ থেকে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের সিদ্ধান্ত গৃহিত হয়।