শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • লন্ডনে আলোচনা সভায় প্রতিমন্ত্রী ইন্দিরা

    ‘বাংলাদেশের সংবিধান পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সংবিধান’

    নিজস্ব প্রতিবেদক

    ২৯ নভেম্বর, ২০২২ ০৭:৪৬ পূর্বাহ্ন

    ‘বাংলাদেশের সংবিধান পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সংবিধান’

    মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, জাতির পিতার সুযোগ্য নির্দেশনায় দেশ স্বাধীনের মাত্র এগারো মাসের মধ্যে বাংলাদেশের সংবিধান প্রণীত হয়ে। যা বাংলাদেশের সর্বোচ্চ আইন। এটি পৃথিবীর অন্যতম লিখিত শ্রেষ্ঠ সংবিধান। এই সংবিধানে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে গ্রহণ করা হয়।

    তিনি বলেন, যুক্তরাজ্যের সাথা রয়েছে আমাদের গভীর সম্পর্ক। দেশ স্বাধীনের পর জাতির পিতা পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে লন্ডন হয়ে  ভারতে যাত্রা বিরতি করে ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফিরে আসেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালিরা গুরুত্বপুর্ণ ভুমিকা রাখে। যুক্তরাজ্য প্রবাসীরা বাংলাদেশীরা দেশের উন্নয়নেও বড় ভূমিকা রাখছে।

    প্রতিমন্ত্রী ইন্দিরা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের স্বাধীন দেশ, পতাকা ও সংবিধান দিয়েছেন। বঙ্গবন্ধুর প্রথম স্বপ্ন ছিল এদেশের স্বাধীনতা। দ্বিতীয় স্বপ্ন ছিল এদেশের মানুষের মুক্তি। তাই স্বাধীনতা অর্জনের পরপরই তিনি অর্থনৈতিক মুক্তি সংগ্রামের ডাক দেন। বঙ্গবন্ধুর যখন সবুজ বিপ্লবের কর্মসূচি শুরু করেন, তখনই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। স্বাধীন বাংলাদেশের উন্নয়ন থমকে যায়।  জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন।

    মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা (২৭ নভেম্বর) সন্ধায় লন্ডনে বাংলাদেশ হাইকমিশন, যুক্তরাজ্য আয়োজিত  ৪ নভেম্বর জাতীয় সংবিধান দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।   

    যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের সভাপতিত্বে আলোচনা সভায় অংশগ্রহণ করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: হাসানুজ্জামান কল্লোল, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন সিনিয়র সহ-সভাপতি শফিকুর রহমান চৌধুরী, প্রবাসী বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সাংবাদিক উদয় শংকর রায়। এসময় যুক্তরাজ্য বসবাসরত প্রবাসী বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিল।
     
    প্রতিমন্ত্রী ইন্দিরা বলেন, বাঙালি জাতির ইতিহাসে তাৎপর্যপূর্ণ ও স্মরণীয় দিন ৪ নভেম্বর জাতীয় সংবিধান দিবস। ১৯৭২ সালের এই দিনে গণপরিষদে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান গৃহীত হয়। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবিধান প্রণয়নের সুবর্ণজয়ন্তীতে ৪ নভেম্বরকে ‘জাতীয় সংবিধান দিবস' হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন যা আমাদের গর্ব।  

    প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা লন্ডনস্থ বাংলাদেশের হাইকমিশনে হাইকমিশনে বঙ্গবন্ধু কর্নার  ঘুরে দেখেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এ সময় দূতাবাসে কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    বাংলাদেশি শহীদুল আলমের ভাগ্যে যা ঘটলো!

    বাংলাদেশি শহীদুল আলমের ভাগ্যে যা ঘটলো!

    ২৯ নভেম্বর, ২০২২ ০৭:৪৬ পূর্বাহ্ন

    দখলদার ইসরায়েলের সাথে যে ১৫৮ কোম্পানি জড়িত

    দখলদার ইসরায়েলের সাথে যে ১৫৮ কোম্পানি জড়িত

    ২৯ নভেম্বর, ২০২২ ০৭:৪৬ পূর্বাহ্ন

    মধ্যপ্রাচ্যে ইসরায়েলের পরবর্তী টার্গেট কে?

    মধ্যপ্রাচ্যে ইসরায়েলের পরবর্তী টার্গেট কে?

    ২৯ নভেম্বর, ২০২২ ০৭:৪৬ পূর্বাহ্ন