জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন সাভার-এর আয়োজনে জাবি সপ্তম ছায়া মঞ্চে বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
জাবির বন্ধনে হই হুল্লোরে আমরা স্লোগানে শুক্রবার দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে ছোট ও বড়দের খেলাধুলা র্যাফেল ড্র পুরষ্কার বিতরন সহ সঙ্গিত শিল্পি ফকিরের মনোজ্ঞ সঙ্গিত পরিবেশনের মধ্যদিয়ে দিনব্যাপী আনন্দ উৎসব হই হুল্লোরে দিন পার করেন সকল সাভারের জাবিয়ানেরা।
আয়োজিত বনভোজন অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে অ্যালামনাই এসোসিয়েশন সাভার বিষয়ে গুরুত্বপুর্ন আলোচনা করেন অ্যালামনাই এসোসিয়েশন সাভার এর আহ্বায়ক জাহাঙ্গীর আলম।
অ্যালামনাই এসোসিয়েশন সাভার একটি শক্তিশালী সংগঠন হিসাবে সারাদেশের জাবিয়ানদের সামনে তুলেধরতে চান, সংগঠনটির সাংগঠনিক কর্মকান্ড,সামাজিক কর্মকান্ড সহ নানা সেবা প্রদান বিষয়ে প্রতিশ্রুতি ব্যাক্ত করেন তিনি।
অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন আজমল আমিন টুটুল , ফারুক আহমেদ, ফারুক দেওয়ান,খান মোহাম্মাদ ইকবাল হেসেন প্রমুখ।
অনুষ্ঠানে শিশুদের দৌড় প্রতিযোগিতা, নারী জাবিয়ানদের চেয়ার খেলা ও র্যাফেল ড্র ও পুরষ্কার বিতরন করা হয়। বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠানে মুখরোচক খাবারের মধ্যদিয়ে প্রথম পর্বের আনুষ্ঠানিকতা সমাপ্ত করা হয়।
আয়োজিত মিলনমেলা অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জনপ্রিয় সঙ্গীত শিল্পী ফকির সাহেব এবং তার সঙ্গী সাথীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা।