ফ্রান্সে এক কিশোর ছাত্রের ছুরিকাঘাতে একজন শিক্ষিকার মৃত্যু হয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি স্কুলে বুধবার ক্লাস চলাকালীন এ ঘটনা ঘটে। আঞ্চলিক প্রসিকিউটর এ তথ্য জানিয়েছেন।
জানা যায়, ৫২ বছর বয়সী স্প্যানিশ ভাষার ওই শিক্ষিকা সমুদ্রতীরবর্তী শহর সেন্ট-জিন-ডি-লুজের স্কুলে ক্লাস নিচ্ছিলেন। তখন ১৬ বছর বয়সী এক ছাত্র একটি ছুরি দিয়ে তাকে আক্রমণ করে।
বেয়োন শহরের প্রসিকিউটর জেরোম বোরিয়ার এএফপিকে জানিয়েছেন, ওই শিক্ষককে ঘটনাস্থলে জরুরি সহায়তা দেওয়া হলেও তিনি তার ক্ষত থেকে মারা গেছেন। অভিযুক্ত ছাত্রকে ইতিমধ্যে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
স্থানীয় দৈনিক সুদ ওয়েস্ট জানিয়েছে, ছেলেটি ছুরি নিয়ে শিক্ষকের স্প্যানিশ ক্লাসে ঢুকে তাকে আক্রমণ করে।
বিএফএম টেলিভিশন চ্যানেল জানিয়েছে, হামলাকারী শ্রেণিকক্ষের দরজা বন্ধ করে শিক্ষিকাকে তার বুকে ছুরিকাঘাত করেছিল। চ্যানেলটি একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে, ঘটনার সময় ছেলেটি অন্য একজন শিক্ষককে বলেছিল যে একটি ‘কণ্ঠস্বর’ তাকে এই পদক্ষেপ নিতে বলেছিল। ছেলেটি এখন পুলিশ হেফাজতে রয়েছে বলে গণমাধ্যমটি জানিয়েছে। তবে তার অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি তারা।
ফ্রান্সের শিক্ষামন্ত্রী প্যাপ এনদিয়ায়ে বলেছেন, তিনি শিক্ষকের মৃত্যুর ঘটনায় ‘অত্যন্ত বিচলিত’। তিনি ঘটনাস্থলে যাবেন বলেও জানিয়েছেন।
স্কুলে এ ধরনের হামলা ফ্রান্সে সাধারণত বিরল। কিন্তু শিক্ষকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। গত ৪০ বছরে দেশটির স্কুলগুলোতে এক ডজনেরও কম মারাত্মক হামলার ঘটনা ঘটেছে।
সূত্র : এএফপি