পবিত্র রমজান উপলক্ষে ইয়েমেনের রাজধানী সানার এক স্কুলে একটি দাতব্য প্রতিষ্ঠানের অর্থ বিতরণের সময় পদদলিত হয়ে অন্তত ৭৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অনেকে। এদের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক। আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইন এ তথ্য জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার ভিডিওতে সানার বাব-আল-ইয়েমেন এলাকার বিশৃঙ্খল পরিস্থিতি দেখা যায়। মুসলিমদের পবিত্র মাস রমজান প্রায় শেষ। সামনে তাদের ঈদ। এই উৎসবের খরচ মেটাতে অনেকে অনুদান নিতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলেছে, স্কুলটিতে জনপ্রতি মাত্র ৯৫৪ টাকা (৯ মার্কিন ডলার) অনুদান নিতে শত শত মানুষ ভিড় জমায়। পরে পদদলিত হয়ে এই প্রাণহানির ঘটনা ঘটে।
২