সৌদি আরবে বৃহস্পতিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে ২১ এপ্রিল শুক্রবার ঈদুল ফিতর উদযাপন করবে।
সৌদির চাঁদ দেখা কমিটির মতে, শাওয়ালের অর্ধচন্দ্রাকার চাঁদ দেখা গেছে, যার অর্থ এই বছর রমজান মাত্র ২৯ দিন চলবে।
এদিকে বাংলাদেশে শুক্রবার শাওয়াল মাসের চাঁদ দেখা যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। সে হিসেবে শনিবার ঈদুল ফিতর উদযাপনের সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে শুক্রবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানা গেছে।