একসময়ের শিশু শিল্পী দীঘি এখন বড় পর্দায় পরিচিত হয়ে উঠেছেন। শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাথী প্রার্থনা ফারদিন দীঘি এরইমধ্যে নায়িকা হিসেবে বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করছেন। বিশেষ বউ চরিত্রে অভিনয় করে আলোচিত হয়ে উঠেছেন। তিনি। এবারের ব্রাইডাল সিজনে তার পর পর আটবার বউ সাজার খবর মিডিয়ায় ফলাও করে প্রচার হচ্ছে। তার মেকওভারের দায়িত্বে ছিলেন দেশের নামকরা সব মেকআপ শিল্পী।
এ বিষয়ে দীঘি বলেন, ‘প্রথমবার বউ সেজেছিলাম গত বছর এপ্রিলে। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার পর দারুণ সাড়া পাই। মূলত তার পর থেকেই একের পর এক বউ সাজার প্রস্তাব পাই বিভিন্ন বিউটি পার্লার ও পত্রিকা থেকে।’
দীঘি আরো বলেন, ‘একজন মেয়ের বউ সাজতে ভালো লাগবে এটাই স্বাভাবিক। হাতে মেহেন্দি, গায়ে ভারী ভারী সব গহনা, জামদানি শাড়ি—আমার তো খুশিতে মন ভরে যায়। মাঝেমধ্যে হেসে উঠি, সত্যিকারের বউ হওয়ার আগেই অনেক অভিজ্ঞতা হয়ে গেল।’ তবে সত্যিকারের বউ হতে আরো কয়েক বছর সময় নেবেন বলে জানান তিনি। বলেন, ‘জীবনের এই কঠিন সিদ্ধান্তটা একটু চিন্তা-ভাবনা করেই নিতে চাই। হুট করে কোনো কিছু করে ফেলার পাত্রী আমি নই।’
তিনি জানান, এই মাসের শেষ সপ্তাহে আব্দুস সামাদ খোকনের ‘শ্রাবণ জ্যোত্স্নায়’ ছবির শুটিংয়ে যোগ দেবেন দীঘি। তার হাতে ‘মুজিব ভাই’ নামের আরো একটি ছবির কাজ আছে। সব মিলিয়ে চলচ্চিত্রে বেশ ব্যস্ত হয়ে উঠছেন এই অভিনেত্রী।