শিবগঞ্জে অস্টম শ্রেণীর এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। এঘটনায় গত শনিবার শিবগঞ্জ ধর্ষিতার পিতা বাদী হয়ে থানায় মামলা করেছে। তবে পুলিশ এখনো ধর্ষককে গ্রেফতার করতে পারেনি। ঘটনাটি ঘটেছে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর ছয়ঘরিয়া গ্রামে।
থানায় মামলা ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুরে বিশ্বনাথপুর ছয়ঘরিয়া গ্রামের মনসুর আলির ছেলে এক সন্তানের জনক জসিম উদ্দিন(৩২) একই গ্রামের অস্টম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থীকে প্রতিবেশী হোসেনের স্ত্রী বিউটির মাধ্যমে হোসেনের বাড়িতে ডেকে এনে একটি ঘরের ভিতর জোরপূর্বক ধর্ষন কওে জসিম।
এ সময় রিয়া অজ্ঞান হয়ে যায়। এ পর্যায়ে ওই শিক্ষার্থকে তার পরিবার অনেক খোঁজাখুঁজির পর বিকাল তিনটার দিকে হোসেনের বাড়ি থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। এ সময় ঘটনা জানাজানি হলে সুযোগ বুঝে ধর্ষক জসিম ও তার সহযোগি বিউটি পালিয়ে যায়। বর্তমানে ধর্ষিতা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ঘটনাকে ধামাচাপা দিতে এলাাকর একটি প্রভাবশালী মহল জোর তৎপরতা চালাচ্ছে।
এদিকে সংশ্লিষ্ট ইউপি সদস্য বাদশাহ ঘঁনার সত্যতা স্বীকার করে বলেন দ্রæত ধর্ষক জসিম ও তার সহযোগিকে গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট বিভাগের সুদৃষ্টি কামনা করছি।এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জুবায়ের আহাম্মদ জানান থানায় মামলা হয়েছে। আসামী পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে অভিযান চলছে তাদের ধরার জন্য।