জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার ও চোর চক্রের মূল হোতাসহ ৪ চার জন কে আটক করা হয়েছে।আটককৃতরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার টিকরি বাজারের জামাল উদ্দিনের ছেলে ডলার আলী (২২), কানসাট ইউনিয়নের গোপাল নগর এলাকার আব্দুল আলীমের ছেলে সাব্বির আহমেদ ওরফে সিফাত (২৫), শিবগঞ্জ উপজেলার হাউস নগর এলাকার আবুল কালাম আজাদের ছেলে আনোয়ার হোসেন (২৬) ও একই উপজেলার বাগবাড়ি এলাকার এজাবুল হকের ছেলে দুলাল বাবু (২৭)। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার জানান,জেলায় মটর সাইকেল চুরি বন্ধে পুলিশ সুপার ছ্দাুল হাসানের নির্দেশে এস আই আসগর আলির নেতৃত্বে সংগীয় ফোর্স নিয়ে গত সাত ও আট অক্টোবর শনিবার ও রবিবার অভিযান চালিয়ে চোরাই পাঁচটি মটর সাইকেল চারজন চোরকে আটক করা হয়।
এরা জেলাসহ রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চুরি করে মোটরসাইকেলের চেসিস ও ইঞ্জিন নম্বর পরিবর্তন করে বিভিন্ন মানুষের কাছে কম দামে বিক্রি করে আসছিল বলে স্বীকার করে। আটককৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে ।