“অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যত গড়ি” এ শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালি বের করা হয়। পরে র্যালিটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গ্রীণ ভিউ কালেক্টরেট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে দিবসটি উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম। সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মোঃ মৌদুদ আলম খাঁর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মোঃ মৌদুদ আলম খাঁর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চাঁপাইনবাবগঞ্জের উপ সহকারি পরিচালক শেখ মোঃ মাহবুবুল ইসলাম, অতিরিক্ত দায়িত্বে থাকা জেলা ক্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ তৌফিক আজিজ, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ জুবায়ের জাহাঙ্গীর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চৌকস দল অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ মোকাবেলায় মহড়া প্রদর্শন এবং সবশেষে আকর্ষণীয় নজেল প্রদর্শন করা হয়।