চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গোয়াবাড়ী চাঁদপুর দাখিল মাদ্রাসায় চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রায় ১ কোটি টাকা ব্যয়ে এই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
এ সময় তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাখাতে অবকাঠামোসহ ব্যাপক উন্নয়ন করছে। উন্নয়ন ধারা অব্যহত রাখতে হলে আবারো নৌকা মার্কায় ভোট দিতে হবে। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া, মোবারকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ও উপজেলা মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ সজিবসহ অন্যরা।