শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • রিক্সা চালকের পাওয়া ডলার হাতিয়ে কোটিপতি সবুজ মেম্বার!

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ১৮ অক্টোবর, ২০২৩ ০৯:৩৩ পূর্বাহ্ন

    রিক্সা চালকের পাওয়া ডলার হাতিয়ে কোটিপতি সবুজ মেম্বার!

    শিবগঞ্জে এক  রিক্সাচালকের  রিক্সা থেকে যাত্রীর ফেলে যাওযা মানিব্যাগে থেকে মোটা অংকের ডলার কৌশলে হাতিয়ে নিয়ে কোটিপতি হয়েছে মোবারকপুর ইউনিয়ে ইউপি সদস্য সবুজ আলি সুজন বলে অভিযোগ উঠেছে। উক্ত  ডলার ফেরত চাওয়ায়  প্রাণ নাশ সহ বিভিন্ন ধরনের হুমকী মুখে বাড়ি ছাড়া মোশারফ হোসেন নামে এক ব্যক্তি। প্রতিকার চেয়ে থানায় একাধিকবার অভিযোগ ও ডায়রী করেও কোন লাভ না হওয়ায় অবশেষে পুলিশ সুপারের নিকট নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন ভুক্তভোগী মোশারফ হোসেন।তবে পুলিশের ভাষ্য কোন অভিযোগ করা হয়নি। কিন্তু  জিডির কপি আছে। যার নং ১০২০,তারিখ ২৪-১০-২০২৭।

    উপজেলার মোবারকপুর ইউনিয়নের মোবারকপুর উপরটোলা গ্রামের মৃত দানেশ আলির ছেলে মোশারফ হোসেনের স্বাক্ষরিত ও গত নয় অক্টোবর কানসাট ডাকঘরের মাধ্যমে  একনলেজমেন্ট করা (ক্রমিক নং ১৭৫) চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার ও ০৯-০৭-২০২৩খ্রী: তারিখে একই ব্যক্তির স্বাক্ষরিত (একনলেজমেন্ট ক্রমিক নং ১৮৩) প্রধানমন্ত্রী বরাবর  দুটি  আবেদন সূত্রে জানা গেছে, গত ২০১৪ সালে মোশারফ হোসেন ঢাকায় রিক্সা চালানোর সময়  ছয় ফেব্রæয়ারী এক যাত্রীর ফেলে যাওয়া একটি মানিব্যাগ পাই। মানিব্যাগটি মালিককে  ফেরত দেয়ার জন্য চেষ্টা করেও ব্যর্থ হয় মোশারফ হোসেন। পরে ব্যাগটি খুলে মোটা অংকের ডলার, একটি সিম কার্ড,একটি এটিএম কার্ড, সিটি ব্যাংক লিমিটেড এর এক কর্মকর্তার একটি পরিচয় পত্র ও তিনটি ব্যাংকে চেক ও রিসিভ বই পাই। গত সাত অক্টোবর ২০১৪ বাড়ি এসে আমার প্রতিবেশী মৃত কালু মেম্বারের ছেলে  সবুজ আলি ওরফে  সুজন মেম্বারকে বলি। তিনি জুমার নামাজের পর আমার বাড়ি এসে সেগুলি দেখে মালিকের সাথে যোগাযোগ করার কথা বলে ডলার ও ওই কাগজগুলি  নিয়ে যায়। পরে ওইগুলি ফেরত চাইলে বিভিন্ন টালবাহনা করে সময় ক্ষেপণ করে। এক সময় এগুলি ফেরত চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আমার দুই ভাইকে কয়েকদিন মারপিট করে এবং বলেন যে, এরপর এগুলি ফেরত চাইলে তোদের প্রাণে মেরে ফেলবো। তারপরও সেগুলি ফেরত দেয়ার জন্য বারবার অনুরোধ করলে  মোবারকপুর ইউপি  চেয়ারম্যানের মাধ্যমে তুরস্কের একটি মোটা অংকের নোট  নিতে আমাকে  বাধ্য করে। এ ঘটনায় আমি শিবগঞ্জ থানায় একাধিকবার অভিযোগ ও ডায়রী করেও কোন লাভ হয়নি।

    মোশারফ হোসেন মৌখিকভাব বলেন, সে সময় সরকারের রিজার্ভ ফান্ড থেকে অনেক ডলার চুরি হয়েছিল। যা গত  ২০২৬সালের ১৬মার্চ দৈনিক যুগান্তর পত্রিকায় রিবার্ভেও অর্থ লোপাট ও কিছু কথা শিরোনাম কলামে ও বিভিন্ন তারিখে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। যা আমার কাছে সংরক্ষিত আছে। অবশেষে আমি বাড়ি ছেড়ে পালিয়ে গিয়ে রাজশাহীর জেলার গোদাগাড়িতে অসহায় জীবনযাপন করছি।

    তবে মোবারকপুর উপরটোলা গ্রামে আমার ভাইকে জোহরুল ইসলামকে হুমকি দেয়া অব্যাহতি রেখেছে। মোবারকপুর ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ তৌহিদ মিয়া সহ  নাম প্রকাশে অনিচ্ছুক আরো অনেকেই জানান এ ঘটনার পর থেকে  সবুজ আলি ওরফে সুজন  মেম্বার ও তার নিকটতম আত্মীয়রা বিত্তশালী হয়েছেন। জমিজমা কিনেছেন।  বাড়ি করছেন। তাছাড়া মোশারফ হোসেন তখন থেকে ওই মোটা অংকের ডলারের দাবি করে আসছে এবং সবুজ ওরফে সুজন মেম্বার তাদেরকে হুমকি ধমকি দিয়ে আসছে। সবুজ আলি সুজন তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, ২০১৪ সালে  তিনি আমাকে একটি নোট দিয়েছিলেন সেটি ইউপি চেয়ারম্যানের মাধ্যমে ঘটনার কিছুদিন পরই ফেরত দিয়ে সমাধান করা হয়েছে। এ ঘটনার পর আমার অর্থনৈতিক কোন পরিবর্তন হয়নি।

    তিনি আরো বলেন, মোশারফ ও তার ভাই দুই জনই নেশাখর ও  মানসিক রোগী। মোশারফ  এ পর্যন্ত সাত/ আটটি  বিয়ে করেছে। তাকে কোন দিনই কোন ধরনের মারপিট করিনি। মোবারকপুর ইউপি চেয়ারম্যান মাহমুদুল হক হায়দারী বলেন, মোশারফ হোসেন ও তার ভাই অনেকটা ভারসাম্যহীন। তাদের ডলারের ঘটনাটির কোন সত্যতা নেই। তাছাড়া আমার জানা মতে ১০লাখ বা কোটির কোন ডলার হয় না। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জুবায়ের আহাম্মদ বলেন, ডলার সম্পর্কীয় কোন অভিযোগ আমি পাইনি। এমনকি কোন আলোচনাও হয়নি।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    ১৮ অক্টোবর, ২০২৩ ০৯:৩৩ পূর্বাহ্ন

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১৮ অক্টোবর, ২০২৩ ০৯:৩৩ পূর্বাহ্ন