চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সন্ন্যাসী গ্রামের বীরমুক্তিযোদ্ধা ডাক্তার মাইনুল ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
শুক্রবার সকাল ১০টার দিকে ধোবড়া এলাকার আমবাগানে মরহুমের নামাজে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় ধোবড়া কেন্দ্রীয় গোরস্থান তার মরদেহ দাফন করা হয়। এর আগে রাত ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানাযায় অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত, শিবগঞ্জ থানার ওসি (অপারেশন) এসএম নুরুল কাদির সৈকত, শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক, বীরমুক্তিযোদ্ধা আবদুল মান্নান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মাহবুবুর রহমান মিজানসহ স্থানীয় বীরমুক্তিযোদ্ধা ও মুসল্লীরা