বিপুলপরিমাণ গানপাউডার, আগ্মেয়াস্ত্র, গুলি ও ম্যাগজিন সহ মনিরুল ইসলাম নামে একজনকে আটক করেছে বিজিবি সদস্যরা। শনিবার সকালে ৫৩ বিজিবির সদর দপ্তরে প্রেস ব্রিফিং এ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন জানান নির্বাআনকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনারোধে সীমান্ত পথে আগ্নেয়াস্ত্রের চোরাচালান বন্ধে বিজিবি র কঠোর নজরদারী রয়েছে। এরই প্রেক্ষিতে শুক্রবার বিকালে জহুরপুরটেক বিওপির তেকোনা নামক স্থানে চোরাইপথে ভারত থেকে নিয়ে আসার সময় ০৭ কেজি ৪৫০ গ্রাম গান পাউডার (বিস্ফোরক) মনিরুল ইসলাম একজনকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি সদস্যরা। এসময় তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড গুলিও পাওয়া যায়।
তবে তার সাথে থাকা আরেক চোরাকারবারি নদীতে ঝাপ দিয়ে পালিয়ে য়ায়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়েরের পর আটককৃত কে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।