চাঁপাইনবাবগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ড কর্তৃক গত দেড় যুগে ১৩ প্রকল্পের মাধ্যমে ১৪৮১ কোটি ৬১ লাখ ৪৪ হাজার টাকার উন্নয়নমূলক কাজের মধ্যে ১১টি সম্পূর্ণ করেছে এবং দুটি চলমান রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে বর্তমান চলমান প্রকল্পটি হলো পদ্মা নদীর ভাঙ্গন হতে রক্ষা করতে জেলার চরবাগডাঙ্গা ও শাজাহানপুর এলাকায় প্রথম প্রকল্প শীর্ষক প্রকল্পের অধীনে ৬০৩ কোটি ৮৫ লাখ ২৭ হাজার টাকা ব্যয়ে ৬.১ কি:মি দীর্ঘ স্থায়ী নদী তীর প্রতিরক্ষা, চার কি: মি:নদীর তীর পুনর্বাসন ও আট কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ চলছে। প্রধান মন্ত্রীর প্রতিশ্রুতিতে মহানন্দা নদী ড্রেজিং ও রাবার ড্যাম প্রথম সংশোধিত শীর্ষক প্রকল্পের অধীনে ২৪৬ কোটি ৮৮ লাখ ৭১হাজার টাকা ব্যয়ে ৩৫৩ মিটার দীর্ঘ একটি রাবার ড্যাম নির্মাণ ও ৩৬.০৫ কি: মি: নদী ড্রেজিং এর কাজ চলছে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি এলাকা রক্ষা প্রকল্পের অধীনে ২৬৬ কোটি ৩১লাখ ৬৩হাজা টাকা ব্যয়ে ৭.১২০কি: মি: দীর্ঘ নদী সংরক্ষণের কাজ গত ২০১২সালের সেপ্টেম্বর মাষে শুরু হয়ে২০১৮সালে জুন মাসে শেষ হয়েছে।
সীমান্তবর্তী নদী সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের অধীনে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার গিলাপাড়া মন্দিরপাড়া হতে গুপিনাথপুর পর্যন্ত মহানন্দা নদীর ডানতীর সংরক্ষণের উপপ্রকল্পের কাজ ৮৬০ কোটি ব্যয়ে ২০১৪-১৫ অর্থ বছরে শুরু হয়ে ২০১৫-১৬ অর্থ বছরে শেষ হয়েছে।পদ্মা নদীর ভাঙ্গন হতে জেলার সদর ও শিবগঞ্জ উপজেলা রক্ষা প্রকল্পের অধীনে ১৫৩ কোটি ২৪লাখ ১৮হাজার টাকা ব্যয়ে নদী তীর সংরক্ষণ ১১.৬৭ কি :মি: স্পার নং তিন মজবুতকরণ বিকল্প বাঁধ নির্মাণ ১.০৬৫ কি: মি: এর কাজ গত ২০০৮-৯ অর্থ বছরে শুরু হয়ে গত ২০১১-১২ অর্থ বছরে শেষ হযেছে।ওয়ামিপ ২০০৭ এফডিআর এর আওয়াতায নদী তীর পূনর্বাসন প্রকল্পের অধীনে ৮৮৪ কোটি ৬হাজার টাকা ব্যযে একটি শশ্মান ঘাট নির্মাণ ও ১০৯২ মিটার নদি তীর পুনর্বাসনের কাজ গত ২০০৮জুলাই শুরু হয়ে ২০১০ সালের জুন মাসে শেষ হয়েছে।
সীমান্ত নদী সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের ৩৫টি উপ প্রকল্প প্রথম পর্যায় পার্ট -এ এবং বি এর আওযাতায় জেলার ভোলাহাট থানার অন্তর্গত গিলাবাড়ি বিওপি হতে পুরাতন হাসপাতাল ঘাট পর্যন্ত মহানন্দা নদীর ডান তীর সংরক্ষণ উপপ্রকল্পের অধীনে ৯৬৮ কোটি ৩২ হাজার টাকা ব্যয়ে ২১০০ মিটার দীর্ঘ নদী তীর সংরক্ষনের কাজ গত ২০০৩-৪ অর্থ বছরে শুরু হয়ে ২০০৮-৯ অর্থ বছরে শেষ হয়েছে।সীমান্ত নদী সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের ৩৫টি উপ প্রকল্প প্রথম পর্যায় পার্ট -এ এবং বি এর আওযাতায় জেলার ভোলাহাট থানার অন্তর্গত পোলাডাঙ্গা বিডিআর সীমান্কত ফাঁড়ী সংলগ্ন মহানন্দা নদীর তীর সংরক্ষণ উপপ্রল্পের অধী নে ৫৬৪ কোটি ৯১ হাজার টাকা ব্যয়ে ১১৬২ মিটার দীর্ঘ নদী সংরক্ষণের কাজ গত ২০০৩ -৪ অর্থ বছরে শুরু হয়ে২০০৮-৯ অর্থ বছরে শেষ হয়েছে। জেলার সদর ও শিবগঞ্জ উপজেলার পাঁকা নারায়নপুর নামক স্থানে পদ্মা নদীর বাম তীর সংরক্ষন প্রকল্পের অধীনে ১৪৬ কোটি ১৫লাখ ৪হাাজর টাকা ব্যয়ে আটটি স্পার ২০.৪৮কি: মি: বাঁধ ও একটি ব্রীজ নির্মানের কাজ গত ২০০১ -০২ অর্থ বছরে শুরু হয়ে ২০০৫-০৬ অর্থ বছরে শেষ হযেছে। সীমান্ত নদী সংরকষণ ও উন্নয়ন প্রকল্পের আওয়াতায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাধীন নামো নিমগাছী ও অন্যন্য গ্রাম প্রতিরক্ষা উপ প্রকল্পের অধীনে ১০৬০ কোটি ২৪ হাজার টাকা ব্যয়ে ২২৯৭ মিটার নদী তীর সংরক্ষণের কাজ গত ১৯৯৯-২০০০ অর্থ বছরে শুরু হয়ে ২০০৫-০৬ অর্থ বছরে শেষ হয়েছে।
জেলার ভোলাহাট থানার মুন্সিগঞ্জ ঘাট হতে পোলাডাঙ্গা পর্যন্ত মহানদন্দা নদীর তীর সংরক্ষণ উপপ্রকল্পের অধীনে ১০৬৭ কোটি ১৩ হাজার টাকা ব্যয়ে ৩১০০ মিটার দীর্ঘ নদী তীর সংরক্ষনের কাজ গত ১৯৮৯-৯০ অর্থ বছরে শুরু হয়ে ২০০০-২০০১অর্থ বছরে শেষ হয়েছে। নদী সংরক্ষণ, উন্নয়ন ও শহর সংরক্ষণ প্রকল্পে প্রথম পর্যায়ে সদর ঘাট হতে মহানন্দা নদীর বাম তীর সংরক্ষণ উপ প্রকল্পের অধীনে৬০৬ কোটি ১৫হাজার টাকা ব্যয়ে ১৬০০ মিটার দীর্ঘ নদী তীর সংরক্ষনের কাজ গত ২০০১-০২ অর্থ বছরে শুরু হয়ে ২০০৩-০৪ অর্থ বছরে শেষ হয়েছে। ক্ষুদ্রায়তন,বন্যা ও সেচ প্রকল্পের তৃতীয় পর্যায়ভুক্ত এর আওয়াতায় জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভাধীন রহনপুর খাড়ীর উপর স্লুইস গেট নির্মাণ উপ প্রকল্পের অধীনে ৫০৫ কোটি ৮০ হাজার টাকা ব্যয়ে একটি রেগুলেটরের কাজ গত ২০০১-০২ অর্থ বছরে শুরু হয়ে ২০০৪-০৫ অর্থ বছরে শেষ হয়েছে।
তবে প্রকল্পগুলির বর্তমানে অবস্থা সম্পর্কে জানার জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের বিভাগীর সহকারী প্রকৌশলী ময়েজ উদ্দিনের সাথে কয়েকদিন যাবত মুটো ফোনে, সরাসরি ম্যাসেঞ্জারে ও হোয়াটস আপে বারবার যোগাযোগ করার চেষ্টা করে কথা বলে সম্ভব হয়নি। তবে একবার ফোন ধরলেও সাংবাদিক পরিচয় পেয়েই কেটে দেন।