"স্মার্ট যুব, সমৃদ্ধি দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শিবগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা প্রদিক্ষণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
পরে ৫ জনকে তিন লক্ষ বিশ হাজার টাকার যুব ঋণের চেক ও ৯০জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়। এতে সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: আবদুল তোয়াবের সভাপতিত্বে ও উপজেলা ক্রেডিট এন্ড মার্কেটিং অফিসার আল-আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা: শিউলী বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদিন, উপজেলা সমবায় অফিসার মাহবুব আরিফ, সহকারী প্রোগ্রামার আসিফ আহমেদ প্রমুখ।