আমি বড়ই অসহায়, আমাকে সাহায্য করার কেউ নাই। আমার ভিটামাটি যা ছিল, তাও শেষ। দীর্ঘ ৪ বছর ধরে ক্যান্সারে আক্রান্ত স্বামীকে দিন কাটাচ্ছি। আমার স্বামীকে বাঁচাতে চাই। অর্থাভাবে আমার স্বামীর ভালো চিকিৎসা করাতে পারছি না। চেয়ারম্যান-মেম্বারদের বলেও কোন সাহার্য পাইনি। এমনকি সমাজসেবা অফিসে আবেদন করেও আবেদন বাতিল করে দিয়েছে। একদিকে অসুস্থ স্বামীর চিকিৎসা, অন্যদিকে সংসারের খরচ, আমি আর চলতে পারছি না। আমি সমাজের সকল বিত্তবান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন করছি। আপনাদের একটু সাহায্য পেলে আমি আমার অসুস্থ স্বামীকে বাঁচাতে পারবো। এমন-ই ভাবে কান্না জড়িতে কন্ঠে কথাগুলো বলছিলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কান্তিনগর গ্রামের অসুস্থ আব্দুল লতিবের স্ত্রী রমিশা বেগম।
অসুস্থ আব্দুল লতিবের স্ত্রী রমিশা বেগম আরো জানান, প্রায় ৪ বছর আগে তাঁর স্বামী দাঁতের রোগে চিকিৎসা করাতে গিয়ে চিকিৎসকের ভুল চিকিৎসার কারণে দাঁতে ইনফেকশন হয়ে যায় ধীরে ধীরে ক্যান্সারে রূপ নেয়। স্বামীর চিকিৎসার করতে গিয়ে নি:স্ব হয়েছি। স্বামীকে বাঁচাতে তাঁর উন্নত চিকিৎসার প্রয়োজন। কিন্তু আর্থিক সংকটে তা সম্ভব না হওযায় বিধায়, বিত্তবান ও দান শীলদের সুদৃষ্টি কামনা করছি। আর্থিক সহায়তা দানে যোগাযোগের ঠিকানা ০১৭৭৯ ৬১৭০৯৩।