শিবগঞ্জে কাশিয়াবাড়ি উচ্চ বিদ্যালয় ও দূর্লভপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা একাডেমিক ভবন এবং রানীবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত তিনতলা একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রায় ৪ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত এসব একাডেমিক ভবনের উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি।
এ সময় তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। সরকার শিক্ষার মানোন্নয়নের জন্য মেয়েদের পাশাপাশি ছেলেদের জন্য শিক্ষা উপবৃত্তি চালু করেছে। শিক্ষাঙ্গনে বিগত জোট সরকারের চাইতে বর্তমান সরকার অবকাঠামোগত অভূতপূর্ব উন্নয়ন করেছে। তিনি আরো বলেন, প্রত্যেক অভিভাবকই চান তার সন্তান শিক্ষা-দীক্ষায় সুনাগরিক হিসেবে গড়ে উঠুক। মূল্যবোধসম্পন্ন উন্নত নৈতিক চরিত্রের অধিকারী হোক। তাদের সে প্রত্যাশা পূরণে সরকার দেশের শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। শিক্ষার সামগ্রিক মানোন্নয়নের জন্য সরকারের পাশাপাশি শিক্ষার্থী ও অভিভাবকদের এগিয়ে আসা উচিত।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান, উপসহকারী প্রকৌশলী আবদুল্লাহ্ আল মামুন, দাইপুখুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি একেএম আজমল হক বাদশা, দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলোমগীর রেজা, মোবারকপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রিজভী আ লম রানাসহ অন্যরা।