শিবগঞ্জে ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল, ক্রিকেট ও ক্যারাম বোর্ডসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে মনাকষাস্থ সংসদ সদস্যের বাসভবনে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে এসব ক্রীড়া সামগ্রী তুলে দেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি। খেলার মাধ্যমে যেভাবে বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরা যায়। এটা অন্য কোন মাধ্যমে সম্ভব নয়। শিক্ষকদের দায়িত্ব শিক্ষার্থীদের পাঠদানে মনোযোগী করে গড়ে তোলা। লেখাপড়ার পাশাপাশি ছেলেমেয়েদের খেলাধুলায়ও পারদর্শী করে তুলতে হবে। এটা করা শিক্ষকদের দায়িত্ব। সমাজ থেকে মাদক দূরীকরণে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
ডা. শিমুল এমপি বলেন, শেখ হাসিনার সরকার হচ্ছে ক্রীড়াবান্ধব তাই আসন্ন দ্বাদশ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করতে সকল ভেদাভেদ ভুলে সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করে জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াবের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিন্নুর আলী, আওয়ামী লীগ নেতা কফিল উদ্দিন ও উপজেলা বঙ্গবন্ধু পরিষদের নেতা মিনহাজুল ইসলামসহ স্থানীয় সরকারি কর্মকর্তা এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।