মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থার পক্ষ থেকে শিবগঞ্জে অসহায়, বিধবা, প্রতিবন্ধীও সুবিধা বঞ্চিতদেও মাঝে বিভিন্ন ধররেনর ত্রান বিতরণ করা হয়েছে। শনিবার সকালে শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের ১৫ রশিয়া আমতলা মোড়ে শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসর আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাব উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম,ও মৎস অফিসার আবু বক্কও সিদ্দিক।

প্রজেক্ট ফর হিউমানি পি এইচ ফর এ ইমপাওযারিং থ্রো ইনকাম জেনারেশন ইন বাংলাদেশ শীর্ষক প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্থ আমচাষী,অসহায়,বিধবা,সুবিধা বঞ্চিত ও প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে থেকে ১৫জনকে একটি করে গরু, ১০জনকে দুইটি করে ছাগল ২৫জনকে একটি করে সেলাই মেশিন ও ১০জনকে একটি করে মুদিখানার দোকান বিতরণ করা হয়।
উল্লেখ্য যে এ সংস্থা দীর্ঘদিন যাবত বন্যার্তদের মাঝে ত্রান,শীতার্তদের মাঝে শীত বস্ত্র ও এতিম শিশুদের আবাসিকভাবে বিভিন্ন স্বনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠান লেখাপড়ার সুযোগ দিয়ে আসছেন।