শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • চাঁপাইনবাবগঞ্জে ভোটের হাওয়া

    ভোটারদের কাছে যাচ্ছে আওয়ামীলীগ, বিএনপি ব্যস্ত আন্দোলনে, জামায়াত নীরব

    মোহা. সফিকুল ইসলাম, চাঁপাাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ১৯ নভেম্বর, ২০২৩ ০৭:৪২ পূর্বাহ্ন

    ভোটারদের কাছে যাচ্ছে আওয়ামীলীগ, বিএনপি ব্যস্ত আন্দোলনে, জামায়াত নীরব

    আম, পান, নকশি কাঁথা, কালাইরুটি, শিবগঞ্জের আদি চমচম, কাসা পিতল, লাক্ষা রেশন, বর, গম্ভিরা ও আলকাপ বাড়ানো সুপরিচিতি চাঁপাইনবাবগঞ্জে চলছে আগামী সাত জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের হওয়া। জেলায় মোট তিনটি আসনে মাঠ পর্যায়ে দীর্ঘদিন যাবত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন সরকারি দলের ডজন খানেক প্রবীন নেতা ও অন্যান্যরা দলের নেতারা। ৭ জানুয়ারি জাতীয় সংসদ  নির্বাচনকে কেন্দ্র করেই  চাঁপাইনবাবগঞ্জে তিনটি আসনেই প্রায ডজন খানের নেতা ভোটারদের দ্বারে দ্বারে ধর্ণা দিয়ে  ভোট প্রার্থনা করছেন আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীরা। সবাই মনোনয়ন প্রত্যাশী হলেও এ মূূহুর্তে বলা যাচ্ছে না কে পাবেন দলীয় মনোনয়ন। তবে এলাকায় ঘোরার সাথে সাথে কেন্দ্রে জোর তদবিরও চালাচ্ছেন প্রতিজন নেতাই। অন্যদিকে বিএনপিতেও একাধিক নেতা মনোনয়ন প্রত্যাশী থাকলেও তারা আপতত ব্যস্ত আন্দোলন সংগ্রাম নিয়ে। তবে চাঁপাইনবাবগঞ্জের রাজনীতিতে আলোচনায় থাকা জামায়াতও নীরবে চুড়ান্ত করে ফেলেছে আগামী সংসদ নির্বাচনে তাদের দলীয় প্রার্থী।

    চাঁপাইনবাবগঞ্জ জেলায় রয়েছে  তিনটি সংসদীয় আসন, মোট ভোটার সংখ্যা  ১৩ লাখ ৫৩হাজার ৩২৪জন।  পুরুষ ভোটার হলো ছয় লাখ ৮৩হাজার  ৪৭৮জন এবং মহিলা ভোটার ছয় লাখ  ৬৯হাজার  ৮৪৩জন। ১৫ টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে  ৪৩ চাঁপাইনবাবগঞ্জ-১  শিবগঞ্জ আসন গঠিত। মোট,মোট ভোটার সংখ্যা  চার  লাখ ৭২ হাজার  ২৮২জন। পুরুষ ভোটার সংখ্যা দ্ইু লাখ  ৪১ হাজার ৮৫৯জন এবংমহিলা ভোটার ২লাখ ৩০হাজার  ৪২৩জন। জেলায় একমাত্র অর্থনীতিতে সর্বাধিক ভূমিকার রাখার মত প্রতিষ্ঠান দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজদি স্থল বন্দর ছাড়া ঐতিহ্য ধারণ করে আছে ছোট সোনামসদিন ও গৌড় সাম্রাজ্য।   

    এ আসনে  আওয়ামীলীগের  পাঁচজন ভ্যাটান নেতা মনোনয়নের আশায় সরকারের উন্নয়নের চিত্র ধরে ও নানা রকম গুণকীর্তন করে নৌকার ভোট প্রার্থনা করে যাচ্ছেন।  তারা হলেন জেলা আওয়ামলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা সংসদ সদস্য ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল, সাবেক সমাজ কল্যান মস্ত্রনালয়ের সচিব জিল্লার রহমান, শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি নাজমুল হক, সাবেক সংসদ সদস্য ও কানসাট বিদ্যুৎ আন্দোলনের নেতা গোলাম রাব্বানী। তবে সংসদ সদস্য ডা: সামিল উদ্দিন আহম্মেদ শিমুল গত পাঁচ বছরে সরকারের পক্ষ থেকে অবকাঠামো,রাস্তাঘাট ও  অন্যান্য ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন দেখালেও দলীয়   নেতাকর্মীদের সাথে যোগাযোগের ঘাটতি  ও মানুষের সাথে তার  নিকটতম আত্মীয়দের  দূব্যবহারের  কারণে তার ভাবমূর্তি কিছুটা ক্ষুন্ন হলেও তার আত্মবিশ্বাস নেত্রী তাকে মনোনয়ন দিবেন। অন্যদিকে  জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম ও  সমাজ কল্যান মন্ত্রণালয়ের সাবেক সচিব জিল্লার রহমানের নাম খুব জোরে শুনা যাচ্ছে এবং দুইজনে শতভাগ বিশ্বাশী কার্ড পাবার ব্যাপারে।

    সৈয়দ নজরুল ইসলামের দাবি- গত পাঁচ বছর ধরে তিনি ও তার পরিবার শুধু জনগণের কল্যানে কাজ করে যাচ্ছেন, মূল দল সহ অংগসংগঠনের সকল নেতাকর্মী তার সাথে আছে এবং তিনি দলকে বিগত অন্যান্য সময়ের তুলনায় সবচেয়ে বেশী গোছাতে সক্ষম হয়েছে তাই তিনি আশাবাদী যে নেত্রী তাকেই মনোনয় দিবেন এবং তিনি নেত্রী কে আসনটি উপহার দিতে পারবেন। তাছাড়া দলীয় হাইকমান্ডের সাথে ভাল যোগাযোগও ভাল আছে বলে কয়েকটি সূত্রে জানা গেছে। অন্যদিকে  বাংলাদেশ আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক এবং ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপণা উপ কমিটির সদস্য,উপজেলার সবচেয়ে বেশি ডিগ্রী ধারী (প্রায়  আটটি ডিগ্রী) সমাজ কল্যান মন্ত্রণালয়ের সাবেক সচিব জিল্লার রহমান সচিব সহ বিভিন্ন স্থানে উচ্চপদস্থ কর্মকর্তা থাকা কালে ব্যাপক হারে বেকার সমস্যার সমাধান, শিবগঞ্জে সবচেয়ে বেশি সুবিধাভোগীদের সুযোগ করে দেয়া, সামাজিক, ধর্মীয়, শিক্ষা ও চিকিৎসা প্রতিষ্ঠান গড়তে বড় ধরনের অবদান রেখেছেন। তাছাড়া আওয়ামীলীগের সাবেক ও বর্তমান কিছু শক্তিশালী নেতা কর্মী নিয়ে তিনি দীর্ঘদিন যাবত গণসংযোগ, উঠান বৈঠক ও সভা সমাবেশ করে চলেছেন।

    তার আশা হলো নেত্রী গুণগত মান নির্ণয় করেই মনোনয়ন দিবেন। সে ক্ষেত্রে তিনি  শতভাগই আশাবাদী  যে নেত্রী তাকেই  মনোনয়ন দিবেন। আওযামীলী গের  সকল নেতাই নিয়মিত  পৃথক পৃথক ভাবে গণসংযোগ, উঠান বৈঠক ও সভা-সমাবেশ চালিয়ে গেলেও লবিং-গ্রুপিংয়ের কথা অস্বীকার করে বলেন, নেত্রী যাকেই মনোনয়ন দিবেন তার হয়েই কাজ করবেন বলে জানান। সরকার রাজনৈতিক দল হিসাবে জামায়াতের নিবন্ধন নিয়ে আইনি জটিলতা থাকলেও শিবগঞ্জ আসনে এরই মধ্যে জামায়াত তাদের প্রার্থী চুড়ান্ত করে অনলাইনে প্রচারনা চালাচ্ছে ্এবং দলীয় নেতাকর্মীদের সাথে যোগাযোগের ভিত্তিতে দলীয় প্রার্থী হিসাবে নীরব গণসংযোগ চালিয়ে যাচ্ছেন জামায়াতের রাজশাহী মহানগরীর আমির ও শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা কেরামত আলী। এরইমধ্যে ভোটারদের কাছে দোয়া চেয়ে ফেসবুকে প্রচারনাও শুরু করেছেন তিনি।

    এ আসনে বিএনপি চেয়ারপারশনের উপদেষ্টা বিএনপির প্রবীন নেতা শাহজাহান মিয়ার বাইরে বেশ কয়েকজন নেতা আগামী নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী, তার মধ্যে অন্যতম রাজশাহী বিভাগের সহ সংগঠনিক সম্পাদক শাহীন শওকত। তবে কোন নেতায় আগামী নির্বাচনে প্রার্থী হওয়া বা অংশ নেওয়ার বিষয়ে কথা বলতে চান না। তাদের ভাষ্য আপতত তারা আন্দোলন সংগ্রাম নিয়েই ভাবছেন, তত্বায়ধায়ক সরকারের অধিনে ভোট আয়োজন নিশ্চিত করায় তাদের দলের এখন মূল লক্ষ্য।

    নাচোল গোমস্তাপুর ও ভোলাহাট তিন উপজেলা নিয়ে গঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনটি। এ আসনে মোট ভোটার সংখ্যা হলো  চার লাখ  ৩১ হাজার ৭১ জন। পুরুষ ভোটার সংখ্যা হলো দুই লাখ ১৪ হাজার ৩৫৬ জন এবং মহিলা ভোটার হলো  দুই লাখ ১৬ হাজার  ৭১৫ জন। নাচোলের ইলা মিত্র, গোমস্তাপুরের মহন্ত স্টেট, ভোলাহাটের রেশম সহ নানা ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ এ জনপদেই  ক্ষুদ্র জাতিসত্বার পরিবারের বসবাস। আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীরা নিয়মিতই প্রচার প্রচারনা চালাচ্ছেন। আগামী সংসদ নির্বাচনে এ আসনে আবারো দলীয় মনোনয়ন প্রত্যাশী ছাত্রজীবন থেকে উঠে আসা প্রবীন নেতা জেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য জিয়াউর রহমান ব্যানার ফেস্টুন,প্রচারপত্র, উঠান বৈঠক, মা সমাবেশ ও সভা-সমাবেশ করে যাচ্ছেন।শুধু তাই নয় তিনি দলকেও আগের চেয়ে অনেক সুসংগঠিত ও শক্তিশালী করতে সক্ষম হয়েছেন। এদিক তৃণমূল পর্যায়ে  জনপ্রিয়তার শীর্ষে তিনি এগিয়ে থাকায় নেত্রী তাকেই মনোনয়ন দিবেন বলে তিনি ও  তার কাছের লোকদের শতভাগ ভরসা। এছাড়াও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর কাদের দলীয় মনোনয়নের আশায়  একইভাবে প্রচার-প্রচারণা,উঠান বৈঠক, মা সমাবেশ ও সভা-সমাবেশ করে চলেছেন।

    উড়ে এসে জুড়ে বসার মত  উপনির্বাচনে দলীয় মনোনয়ন চেয়ে আলোচনায় আসা চিত্র নায়িকা মাহিয়া মাহি সরকার আগামী সংসদ নির্বাচনেও এ আসন থেকে দলীয় মনোনয়নের আশায় কিছু লোকজন নিয়ে ব্যাপক পোস্টারিং ও প্রচারণা করে চলেছেন। তবে বিএনপি নেতারা বলছেন আপাতত আন্দোলন সংগ্রাম নিয়েই তারা ভাবছেন।  ভোটের হিসাব কষতে গেলে বরাবরই এখানে আওয়ামীলীগ ও বিএনপি প্রায় সমানে সমান।

    অন্যদিকে বিএনপি নেতাদের মধ্যে জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক বাইরুল ইসলাম, জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সভাপতি আসাদুল্লাহ আহমদ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসউদা আফরোজ সুচি আগামী নির্বাচনে এ আসনে দলীয় প্রার্থী হতে চান। তবে কোন নেতায় এ বিষয়ে কথা বলতে রাজি নন।

    দলের নিবন্ধন নিয়ে আইনী জটিলতা থাকলেও  এ আসনে, জামায়াতের চাঁপাইনবাবগঞ্জ জেলার সহ সেক্রেটিারি ড. মিজানুর রহমান দলীয় প্রার্থী হিসাবে প্রচারণা চালাচ্ছেন। নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার চালাচ্ছেন।

    চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর উপজেলা) জেলার সদর উপজেলা নিয়ে গঠিত হওয়া চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনটি জেলার রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ। এ আসেনে মোট ভোটার সংখ্যা হলো চার লাখ ৪৯ হাজার ৯৬৮ জন। পুরুষ ভোটার হলো  দুই লাখ ২৭ হাজার  ২৬৩ জন এবং মহিলা ভোটার সংখ্যা হলো দুই লাখ ২২ হাজার ৭০৫ জন। আগামী সংসদ নির্বাচনেও আসনটি নিজেদের দখলে নিতে  আওয়ামীগ মরিয়া হয়ে আছে । দুই আসনের মত এখানে প্রার্থীদের ছড়াছড়ি না থাকলেও  জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য আব্দুল ওদুদের প্রচার-প্রচারণায় তুঙ্গে থাকলেও  আরো দুজন মনোনয়ন প্রত্যাশী হলো জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি প্রবীন নেতা আলহাজ্ব রুহুল আমিন,। জেলা আওয়ামীলীগের আরেক সহ-সভাপতি স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. গোলাম রাব্বানী। দীর্ঘদিন বিএনপির দখলে থাকা এ আসনটি একমাত্র আব্দুল ওদুদই পুন:রুদ্ধার করতে সক্ষম হন। তিনি এবারও সংগঠনকে সুসংগঠিত করার মাধ্যমে আগের চেয়ে অনেক ভাল অবস্থান নিয়ে আসায় মূল  ও অংগ সংগঠনের মূল নেতারা তার সাথে আছেন। তিনি আশায় বুক বেঁধে  সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের উদ্বোধন সহ সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবারো নৌকায় ভোট দেওয়ার আহবান জানাচ্ছেন।

    অন্যদিকে আরেক মনোনয়ন প্রত্যাশী ডা. গোলাম রাব্বানী বিশাল কর্মী বাহিনী নিয়ে সরকারের উন্নয়নের বিচত্র ধরে প্রচারণা চালাচ্ছে  এবং  ফ্রি মেডিকেল ক্যাম্প, উঠান বেঠক, নারী সমাবেশসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন পাবেন বলে জণগনের কাছে ভোট প্রার্থনা করছেন। জেলা পরিষদের চেয়ারম্যান প্রবীন নেতা রুহুল আমিনকেও দেখা যাচ্ছে নেতাকর্মীদের সাথে নিয়ে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরতে।


    অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির যুগ্ন মহাসচিব হারুন আর রশিদ ছাড়াও এ আসনে দলীয় মনোনয়ন চান বিএনপির থেকেও একাধিক নেতা। তার মধ্যে অন্যতম, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ।

    তবে জামায়াত অনেক আগেই প্রার্থী চুড়ান্ত করে রেখেছে। জামায়াতের কেন্দ্রীয় নেতা নুরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জ সদরে আগামী নির্বাচনে দলীয় প্রার্থী হবেন। এ নেতা নিজেও চাঁপাইনবাবগঞ্জে এসে প্রচার প্রচারনায় অংশ নিচ্ছেন।  দলীয় নেতাকর্মীদেরও তার পক্ষে নিয়মিত প্রচার প্রচারনা চালাতে দেখা যাচ্ছে।

    আগামী নির্বাচন নিয়ে জেলা আওয়ামীলীগের সভাপতি মু জিয়াউর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ বলেন, আওয়ামীলীগ সব সময়ই নির্বাচনীমুখী দল। বড় দলে সবসময়ই মনোনয়ন নিয়ে প্রতিযোগিতা থাকবে। অনেক নেতায় মনোনয়ন চাইবেন এটায় স্বাভাবিক। তবে নেত্রী যাকে নৌকার প্রার্থী হিসাবে ঘোষনা করবেন, আমরা আওয়ামীলীগের প্রতিটি কর্মী তার পক্ষে ভোটের মাঠে কাজ করব। আগামীতেও চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসন নেত্রীকে আমরা উপহার দিব।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    ১৯ নভেম্বর, ২০২৩ ০৭:৪২ পূর্বাহ্ন

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১৯ নভেম্বর, ২০২৩ ০৭:৪২ পূর্বাহ্ন